২০ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অশান্ত মুর্শিদাবাদ পরিদর্শনে আসছে জাতীয় মহিলা কমিশন

পুবের কলম, ওয়েবডেস্ক: জাতীয় মানবাধিকার কমিশনের পাশাপাশি অশান্ত মুর্শিদাবাদ পরিদর্শনে আসছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। জেলা ঘুরে দেখে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হতে চায় তাঁরা।

বুধবার জাতীয় মহিলা কমিশন প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে চার সদস্যের প্রতিনিধিদল। বৃহস্পতিবার সন্ধের মধ্যেই তাঁরা বাংলায় চলে আসবেন। কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর স্বতঃপ্রণোদিত ভাবে এই বিষয়টিতে হস্তক্ষেপ করার কথা জানিয়েছেন। ওয়াকফ বিক্ষোভে জেলার বহু মহিলা অত্যাচারিত বলে অভিযোগ এসেছিল তাঁদের কাছে। সেই প্রেক্ষিতেই তাঁরা এলাকা পরিদর্শন করতে চান বলে জানিয়েছে মহিলা কমিশন।

আরও পড়ুন: বাংলাদেশি তকমা দিয়ে দিল্লি থেকে তাড়ানো, মুর্শিদাবাদের বাড়ি ফিরেই হৃদরোগে মৃত্যু বাংলার শ্রমিক সন্তোষ দাসের

শুধু মুর্শিদাবাদ নয়, মালদহও উত্তপ্ত হয়েছে ওয়াকফ বিরোধিতায়। জাতীয় মহিলা কমিশনের দল সেখানেও যাবে বলে জানিয়েছে। মূলত, শুক্র ও শনিবার দুই জেলা পরিদর্শন করবে তাঁদের প্রতিনিধি দল। পাশাপাশি জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গেও কথা বলবেন তাঁরা। চলতি সপ্তাহে জাতীয় মানবাধিকার কমিশনেরও আসার কথা রাজ্যে। কমিশন সূত্রের খবর, এ ব্যাপারে ওড়িশার ‘প্রকাশ কলিঙ্গ রাইটস্ ফোরাম’ নামে একটি মানবাধিকার সংগঠনের তরফে অভিযোগ জানানো হয়েছিল।

আরও পড়ুন: Migrant worker: অন্ধ্রপ্রদেশে গিয়ে রহস্যমৃত্যু মুর্শিদাবাদের বাঙালি পরিযায়ী শ্রমিকের

উল্লেখ্য, ওয়াকফ আইনের বিরোধিতায় গত কয়েকদিনে মুর্শিদাবাদের একাধিক এলাকায় উত্তেজনা ছড়ায়। ভাঙচুর চালানো হয়। হিংসায় ৩ জনের মৃত্যু হয়। তার মধ্যে ২ জনকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। আর একজন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য পুলিশ, বিএসএফ ও আধাসেনা রয়েছে জেলায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

আরও পড়ুন: হাজারও মুসল্লির ঢল, উৎসবের আবহে ঈদ-উল-আযহা’র নামায সম্পন্ন লোহরপুর ঈদগাহ ময়দানে

সর্বধিক পাঠিত

কমিশনের নির্দেশে অবিলম্বে আপলোড, ৩০ লক্ষ আনম্যাপড, শুনানির আগেই নথি সংগ্রহে বিএলওরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অশান্ত মুর্শিদাবাদ পরিদর্শনে আসছে জাতীয় মহিলা কমিশন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: জাতীয় মানবাধিকার কমিশনের পাশাপাশি অশান্ত মুর্শিদাবাদ পরিদর্শনে আসছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। জেলা ঘুরে দেখে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হতে চায় তাঁরা।

বুধবার জাতীয় মহিলা কমিশন প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে চার সদস্যের প্রতিনিধিদল। বৃহস্পতিবার সন্ধের মধ্যেই তাঁরা বাংলায় চলে আসবেন। কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর স্বতঃপ্রণোদিত ভাবে এই বিষয়টিতে হস্তক্ষেপ করার কথা জানিয়েছেন। ওয়াকফ বিক্ষোভে জেলার বহু মহিলা অত্যাচারিত বলে অভিযোগ এসেছিল তাঁদের কাছে। সেই প্রেক্ষিতেই তাঁরা এলাকা পরিদর্শন করতে চান বলে জানিয়েছে মহিলা কমিশন।

আরও পড়ুন: বাংলাদেশি তকমা দিয়ে দিল্লি থেকে তাড়ানো, মুর্শিদাবাদের বাড়ি ফিরেই হৃদরোগে মৃত্যু বাংলার শ্রমিক সন্তোষ দাসের

শুধু মুর্শিদাবাদ নয়, মালদহও উত্তপ্ত হয়েছে ওয়াকফ বিরোধিতায়। জাতীয় মহিলা কমিশনের দল সেখানেও যাবে বলে জানিয়েছে। মূলত, শুক্র ও শনিবার দুই জেলা পরিদর্শন করবে তাঁদের প্রতিনিধি দল। পাশাপাশি জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গেও কথা বলবেন তাঁরা। চলতি সপ্তাহে জাতীয় মানবাধিকার কমিশনেরও আসার কথা রাজ্যে। কমিশন সূত্রের খবর, এ ব্যাপারে ওড়িশার ‘প্রকাশ কলিঙ্গ রাইটস্ ফোরাম’ নামে একটি মানবাধিকার সংগঠনের তরফে অভিযোগ জানানো হয়েছিল।

আরও পড়ুন: Migrant worker: অন্ধ্রপ্রদেশে গিয়ে রহস্যমৃত্যু মুর্শিদাবাদের বাঙালি পরিযায়ী শ্রমিকের

উল্লেখ্য, ওয়াকফ আইনের বিরোধিতায় গত কয়েকদিনে মুর্শিদাবাদের একাধিক এলাকায় উত্তেজনা ছড়ায়। ভাঙচুর চালানো হয়। হিংসায় ৩ জনের মৃত্যু হয়। তার মধ্যে ২ জনকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। আর একজন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য পুলিশ, বিএসএফ ও আধাসেনা রয়েছে জেলায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

আরও পড়ুন: হাজারও মুসল্লির ঢল, উৎসবের আবহে ঈদ-উল-আযহা’র নামায সম্পন্ন লোহরপুর ঈদগাহ ময়দানে