সোমবার ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক, গাজা ছাড়া ইরান ও শুল্ক নীতি নিয়েও আলোচনার সম্ভাবনা

- আপডেট : ৬ এপ্রিল ২০২৫, রবিবার
- / 90
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ট্রাম্প আর নেতানিয়াহুর বৈঠক। রবিবার আমেরিকায় যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা। ফেব্রুয়ারি মাসে মার্কিন সফরে গিয়েছিলেন নেতানিয়াহু। দু’মাসের মাথায় আবার আমেরিকায় যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। কী কী বিষয় নিয়ে দুই দেশের প্রধানের মধ্যে আলোচনা হবে তাও জানিয়েছেন নেতানিয়াহুর দফতর।
আরও পড়ুন: রামনবমীর শুভেচ্ছা মোদি-মমতা-রাহুলের, শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর
ফেব্রুয়ারিতে ট্রাম্প আর নেতানিয়াহুর বৈঠকের আলোচ্য বিষয়ই ছিল ইসরাইল-হামাস যুদ্ধ। বৈঠক থেকে গাজা দখল করার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁকে সমর্থন জানিয়েছিলেন নেতানিয়াহু। গত দু’মাসে পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। গাজায় লাগাতার হামলা চালিয়েছে ইসরাইলি সেনা। মারা গেছে শত শত নিরপরাধ শিশু ও মানুষ। এই আবহে কাতার এবং মিশরের মধ্যস্থতায় ফের যুদ্ধবিরতির পরিকল্পনা করা হচ্ছে।
সোমবার গাজা, হামাস ছাড়াও ট্রাম্পের শুল্ক নীতি নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো ইসরাইলেও শুল্ক চাপিয়েছে ট্রাম্প। ইসরাইলে ১৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু শুল্কনীতি নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে গাজা থেকে পণবন্দিদের ফিরিয়ে আনা, ইসরাইল-তুরস্ক সম্পর্ক নিয়ে আলোচনা হবে দুই রাষ্ট্রনেতার মধ্যে। গাজায় ক্রমাগত যুদ্ধ চালানোর জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত নেতনিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সে বিষয়টিও বৈঠকে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। ইরান প্রসঙ্গও উঠতে পারে বৈঠকে। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করতে চাইছেন ট্রাম্প। ট্রাম্প ইরানকে হুঁশিয়ারিও দিয়েছে। ইরানও পাল্টা মাথা নত না করবে না বলে জানিয়ে দিয়েছে। ইরানের সঙ্গে ইসরাইলের সম্পর্কও ভাল নয়। তারফলে ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকে ইরানের বিষয়টি গুরুত্ব সহকারে উঠে আসবে বলে মনে করছে কূটনৈতিক মহল।