‘সবে শুরু’ গাজাকে হুমকি নেতানিয়াহুর, ফের কি জোরদার হামলা!
- আপডেট : ১৯ মার্চ ২০২৫, বুধবার
- / 674
পুবের কলম, ওয়েব ডেস্ক: যুদ্ধ বিরতির চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন করে গাজায় (GAZA) হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় চারশোর ওপর ফিলিস্থিনি। এই হামলাকে সবে শুরু বলে সতর্কবার্তা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার ইসরাইলের এক সরকারি টেলিভিশনে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধবিরতি কয়েক সপ্তাহের জন্য বাড়ানো হলেও বন্দিদের ফেরত দেওয়া হয়নি।’ নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, “হামাসের বিরুদ্ধে তীব্রতর পদক্ষেপ নেওয়া হবে। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছনোর জন্যে যুদ্ধ চালিয়ে যাব। সমস্ত যুদ্ধবন্দিরা মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। গাজা থেকে হামাসদের বিচ্ছিন্ন করা হবে। গাজায় বেশিদিন ইসরাইল যুদ্ধ চালাবে না।”
আরও পড়ুন:গাজার ‘প্রধানমন্ত্রীকে’ হত্যা ইসরাইলের
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছিল ইসরাইল-হামাস। কিন্তু সেই চুক্তি ভেঙে নতুন করে গাজায় এটিই সব থেকে বড় হামলা শুরু করেছে তেল আবিব। নেতানিয়াহুর এমন হুঁশিয়ারি নিয়ে চিন্তিত গাজার সাধারণ মানুষ। যদিও ইসরাইলের এই সতর্কবার্তা বিশ্ববাসীকে নতুন করে ভাবাচ্ছে। নতুন করে কোন দিকে মোড় নেবে গাজা-ইসরাইলের যুদ্ধ! নতুন করে গাজায় কী ঘটতে চলেছে তা নিয়েও প্রশ্ন উঠছে।











































