২৮ এপ্রিল প্রাথমিকে ৩২ হাজার চাকরি মামলার শুনানি

- আপডেট : ২১ এপ্রিল ২০২৫, সোমবার
- / 141
মোল্লা জসিমউদ্দিন : ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ পরবর্তীতে কলকাতা হাইকোর্টের আরেকটি মামলার দিকে নজর প্রত্যেকের।সেটি হল ৩২ হাজার চাকরি মামলা। প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি খারিজ মামলার শুনানি দিন ঘোষণা করল কলকাতা হাইকোর্ট । আগামী ২৮ এপ্রিল থেকে এই মামলার শুনানি শুরু করবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে ৭ এপ্রিল মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এই মামলা থেকে সরে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন।এরফলে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় বেঞ্চ বদল হয়। ওই মামলায় স্থির হয় নতুন বেঞ্চ। শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হল। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে সোমবার মামলা কারীদের তরফে দৃষ্টি আকর্ষণ করা হয়। হাইকোর্ট সূত্রে প্রকাশ , বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলা শুনবে।
আরও পড়ুন: যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে SSC ভবনের সামনে বিক্ষোভ
ডিভিশন বেঞ্চ জানিয়েছে – ‘২৮ এপ্রিল শুনানি শুরু হবে’।উল্লেখ্য, ২০১৬ সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে। সেই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২৩ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। গত সোমবার প্রাথমিকের চাকরি বাতিল মামলার শুনানি বিচারপতি সেন এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি সেন সরে দাঁড়ানোয় জটিলতা তৈরি হয়। পিছিয়ে যা এই মামলার শুনানি। কবে কোন বেঞ্চে এই মামলা যায় তা নিয়ে বিস্তর জল্পনা ছিল। মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অবশেষে সোমবার মামলার পরবর্তী শুনানির দিন। এখন আগামী ২৮ এপ্রিল থেকে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি হবে।