নববর্ষের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর

- আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
- / 27
পুবের কলম, ওয়েবডেস্ক: এসো হে বৈশাখ, এসো এসো। নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। নতুন বছরে শান্তি, সম্প্রীতি বজায় থাকুক এই কামনা সকল বাঙালির। সকলের জীবন ভরে উঠুক আনন্দে। বাংলা নববর্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন তিনি। একই দিনে পশ্চিমবঙ্গ দিবসও পালিত হয়ে থাকে। তারও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলা দিবসের শুভেচ্ছাবার্তায় সদ্যপ্রয়াত সঙ্গীতকার প্রতুল মুখোপাধ্যায়কে স্মরণ করে লিখেছেন ‘আমি বাংলায় গান গাই।’ ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক এবং বাংলার ঐতিহ্য-সংস্কৃতি বিস্তৃতির শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সোশাল মিডিয়ার পোস্টে বাংলায় লেখা হয়েছে, “শুভ নববর্ষ। আশাকরি এ বছর আপনাদের সব আকাঙ্খা পূর্ণ হবে। আমি সকলের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।” বাংলা নববর্ষ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরলে আজ নববর্ষ। সেসব রাজ্যের বাসিন্দাদেরও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।