১৯ মার্চ ২০২৫, বুধবার, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

এবার পাল্টাচ্ছে কাশ্মীরের নামও!

পুবের কলম
  • আপডেট : ৪ জানুয়ারী ২০২৫, শনিবার
  • / 1

পুবের কলম, ওয়েবডেস্ক: ইলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ। মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর। ফৈজাবাদ হয়েছে অযোধ্যা। ফিরোজাবাদ হয়েছে চন্দ্রনগর। আলিগড় হতে চলেছে হরিগড়। সেই তালিকায় এবার কি কাশ্মীর? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এক মন্তব্যে সেই জল্পনা তৈরি হয়েছে। শাহ ইঙ্গিত দিলেন, আগামী দিনে কাশ্মীরের নাম বদলে বৈদিক যুগের মুনি কাশ্যপের নামে করা হতে পারে। বৃহস্পতিবার দিল্লিতে ‘জম্মু-কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস’ শীর্ষক একটি বই উদ্বোধন করেন শাহ।

 

সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমরা সবাই জানি কাশ্মীরকে কাশ্যপের ভূমি বলা হয়। এমন হতেই পারে যে ওঁর নাম থেকেই কাশ্মীরের নাম এসেছে। শাহ আরও বলেন, লুটিয়েন্স দিল্লিতে বসে ইতিহাস লেখার দিন শেষ। ইতিহাস লিখতে হবে প্রমাণের ভিত্তিতে। শাসককে খুশি করার জন্য আর ইতিহাস লিখবেন না।

 

স্বাভাবিকভাবেই শাহ যেভাবে নয়া ইতিহাস লেখার কথা বললেন তা থেকেই শুরু হয়েছে আরও একবার নাম বদলের জল্পনা। তা হলে এবার কাশ্মীরের নাম পাল্টে কাশ্যপ করার পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র? অনুষ্ঠানে শাহ আরও বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কাশ্মীর।

 

উন্নয়নের পথে চলতে শুরু করে দিয়েছে। সেখানেও গণতন্ত্র প্রতিষ্ঠিত। আমি আত্মবিশ্বাসী যে আমরা যা হারিয়েছি, সেটা তাড়াতাড়ি ফিরে পাব। কাশ্মীরি, ডোগরি, বালটি এবং ঝাঁস্করি ভাষাগুলিকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এজন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার পাল্টাচ্ছে কাশ্মীরের নামও!

আপডেট : ৪ জানুয়ারী ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ইলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ। মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর। ফৈজাবাদ হয়েছে অযোধ্যা। ফিরোজাবাদ হয়েছে চন্দ্রনগর। আলিগড় হতে চলেছে হরিগড়। সেই তালিকায় এবার কি কাশ্মীর? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এক মন্তব্যে সেই জল্পনা তৈরি হয়েছে। শাহ ইঙ্গিত দিলেন, আগামী দিনে কাশ্মীরের নাম বদলে বৈদিক যুগের মুনি কাশ্যপের নামে করা হতে পারে। বৃহস্পতিবার দিল্লিতে ‘জম্মু-কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস’ শীর্ষক একটি বই উদ্বোধন করেন শাহ।

 

সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমরা সবাই জানি কাশ্মীরকে কাশ্যপের ভূমি বলা হয়। এমন হতেই পারে যে ওঁর নাম থেকেই কাশ্মীরের নাম এসেছে। শাহ আরও বলেন, লুটিয়েন্স দিল্লিতে বসে ইতিহাস লেখার দিন শেষ। ইতিহাস লিখতে হবে প্রমাণের ভিত্তিতে। শাসককে খুশি করার জন্য আর ইতিহাস লিখবেন না।

 

স্বাভাবিকভাবেই শাহ যেভাবে নয়া ইতিহাস লেখার কথা বললেন তা থেকেই শুরু হয়েছে আরও একবার নাম বদলের জল্পনা। তা হলে এবার কাশ্মীরের নাম পাল্টে কাশ্যপ করার পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র? অনুষ্ঠানে শাহ আরও বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কাশ্মীর।

 

উন্নয়নের পথে চলতে শুরু করে দিয়েছে। সেখানেও গণতন্ত্র প্রতিষ্ঠিত। আমি আত্মবিশ্বাসী যে আমরা যা হারিয়েছি, সেটা তাড়াতাড়ি ফিরে পাব। কাশ্মীরি, ডোগরি, বালটি এবং ঝাঁস্করি ভাষাগুলিকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এজন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই।