১৯ মার্চ ২০২৫, বুধবার, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ানডে র‌্যাঙ্কিং (বোলার) শীর্ষে গিল, ১১ নম্বরে শামি

সুস্মিতা
  • আপডেট : ৫ মার্চ ২০২৫, বুধবার
  • / 0

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122

দুবাই: আইসিসি প্রকাশিত ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখলে রাখলেন ভারতীয় দলের ওপেনার শুভমান গিল। তাঁর সংগ্রহে রয়েছে ৭৯১ রেটিং পয়েন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রান করা বিরাট কোহলি র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উঠে এসেছেন। তিনি রয়েছেন চার নম্বরে। তারপরের স্থানটিতেই রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটারদের এই তালিকায় ৭৭০ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেনের পয়েন্ট ৭৬০। এই তালিকার প্রথম দশে রয়েছেন আর এক ভারতীয়। তিনি-শ্রেয়স আইয়ার, রয়েছেন ৮ নম্বর স্থানে।

এ দিকে ওয়ানডে বোলারদের তালিকায় তিন ধাপ উঠে এসেছেন ভারতের তারকা পেসার মুহাম্মদ শামি। তিনি রয়েছেন ১১ নম্বর স্থানে। এই তালিকায় শীর্ষ স্থান দখলে রেখেছেন শ্রীলঙ্কার মহেশ থিকাসানা। তিনি পেয়েছেন ৬৮০ পয়েন্ট। দু’ধাপ উঠে ২ নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ (৬৬০ পয়েন্ট)। ওয়ানডে বোলারদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি (৬৪৯)। ভারতের কুলদীপ যাদব রয়েছেন ৬ নম্বরে।

পাশাপাশি ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে জায়গা পেয়েছেন মাত্র একজন ভারতীয়। তিনি-রবীন্দ্র জাদেজা রয়েছেন ৯ নম্বরে। অলরাউন্ডারদের মধ্যে ২৯৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছেন আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই। দু’নম্বরে রয়েছেন ওমরজাইয়ের সতীর্থ মুহাম্মদ নবি (২৯২ পয়েন্ট)। তিনে রয়েছেম জিম্বাবোয়ের সিকান্দর রাজা (২৯০ পয়েন্ট)।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়ানডে র‌্যাঙ্কিং (বোলার) শীর্ষে গিল, ১১ নম্বরে শামি

আপডেট : ৫ মার্চ ২০২৫, বুধবার

দুবাই: আইসিসি প্রকাশিত ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখলে রাখলেন ভারতীয় দলের ওপেনার শুভমান গিল। তাঁর সংগ্রহে রয়েছে ৭৯১ রেটিং পয়েন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রান করা বিরাট কোহলি র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উঠে এসেছেন। তিনি রয়েছেন চার নম্বরে। তারপরের স্থানটিতেই রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটারদের এই তালিকায় ৭৭০ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেনের পয়েন্ট ৭৬০। এই তালিকার প্রথম দশে রয়েছেন আর এক ভারতীয়। তিনি-শ্রেয়স আইয়ার, রয়েছেন ৮ নম্বর স্থানে।

এ দিকে ওয়ানডে বোলারদের তালিকায় তিন ধাপ উঠে এসেছেন ভারতের তারকা পেসার মুহাম্মদ শামি। তিনি রয়েছেন ১১ নম্বর স্থানে। এই তালিকায় শীর্ষ স্থান দখলে রেখেছেন শ্রীলঙ্কার মহেশ থিকাসানা। তিনি পেয়েছেন ৬৮০ পয়েন্ট। দু’ধাপ উঠে ২ নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ (৬৬০ পয়েন্ট)। ওয়ানডে বোলারদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি (৬৪৯)। ভারতের কুলদীপ যাদব রয়েছেন ৬ নম্বরে।

পাশাপাশি ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে জায়গা পেয়েছেন মাত্র একজন ভারতীয়। তিনি-রবীন্দ্র জাদেজা রয়েছেন ৯ নম্বরে। অলরাউন্ডারদের মধ্যে ২৯৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছেন আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই। দু’নম্বরে রয়েছেন ওমরজাইয়ের সতীর্থ মুহাম্মদ নবি (২৯২ পয়েন্ট)। তিনে রয়েছেম জিম্বাবোয়ের সিকান্দর রাজা (২৯০ পয়েন্ট)।