মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের দ্বিতীয়দিন, যোগ দেবে ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে

- আপডেট : ২৪ মার্চ ২০২৫, সোমবার
- / 92
পুবের কলম, ওয়েবডেস্ক: রবিবার লন্ডনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর। ভারতীয় হাইকমিশনের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। বৃহস্পতিবার পর্যন্ত টানা কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেশ কিছু জরুরি বৈঠকও রয়েছে।
আরও পড়ুন: সিবিআইয়ের কাছে কেস ডায়েরি চাইল হাইকোর্ট, ধর্ষণ না গণধর্ষণ তা নিয়েও প্রশ্ন বিচারপতির
ভারতীয় হাই কমিশনে আমন্ত্রণ ছাড়াও রয়েছে ব্রিটিশ বণিকসভার সঙ্গে লগ্নির বৈঠক। সব শেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মু্খ্যমন্ত্রীর সফর ঘিরে অক্সফোর্ড বাঙালি এবং ভারতীয় পড়ুয়াদের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে।
সোমবার ভারতীয় হাইকমিশনের কর্মসূচিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ তারিখ শিল্প সম্মেলন। সেখানে ব্রিটিশ শিল্পপতিরাও আসবেন। ওইদিনই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে টেকনো ইন্ডিয়ার চুক্তি সই হবে। বুধবার ২৬ মার্চ শিল্প সম্মেলনের পরবর্তী প্রক্রিয়া চলবে।
বাকিংহ্যাম প্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেলে আছেন মুখ্যমন্ত্রী। আগামী কয়েকদিন এখানেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক উন্নয়ন নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।