পুবর কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যালেন নিষিদ্ধ করল ভারত সরকার। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর, ভুল তথ্য পরিবেশনের অভিযোগে ওই চ্যানেলগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। পাকিস্তানের প্রথম শ্রেণির সংবাদমাধ্যম ‘ডন নিউজ’-ও এই নিষিদ্ধ চ্যানেলগুলির তালিকায় রয়েছে। এছাড়া রয়েছে ইরশাদ ভাট্টি, সামা টিভি, আরি নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজির ক্রিকেট, উমর চিমা এক্সক্লিউসিভ, আসমা শিরাজি, মুনিব ফরুক, শুনো নিউজ এবং রাজি নামা। এছাড়া নিষিদ্ধ হয়েছে প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারের চ্যানেল। যার সাবস্ক্রাইবার প্রায় সাড়ি তিন মিলিয়নের বেশি।
পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত হয় ২৬ জন পর্যটক। তার মধ্যে একজন ছিলেন স্থানীয় বাসিন্দা। জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় উঠে এসেছে পাক যোগ। এরপর পাকিস্তানের বিরুদ্ধে বদলার হুঁশিয়ারি দেয় ভারত। বাতিল করা হয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য। আত্তারি-ওয়াঘা সীমান্তও বন্ধ করা হয়েছে। সেইসঙ্গে পাকিস্তানি নাগরিকদের সার্ক ভিসাও বাতিল করা হয়েছে। আর এই আবহেই ভারতের বিরুদ্ধে লাগাতার মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ ওঠে পাকিস্তানের এই ইউটিউব চ্যানেলগুলোর বিরুদ্ধে। ভারতীয় সেনা এবং নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে এই ইউটিউব চ্যানেলগুলো থেকে লাগাতার প্ররোচনা দেওয়া হচ্ছিল বলে খবর। সেই সঙ্গে সাম্প্রদায়িক উস্কানিমূল কনটেন্ট ছড়ানোরও অভিযোগ উঠছিল। জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ বলে সরকারের তরফে জানানো হয়েছে।






























