অনন্তনাগের হাসপাতালে আহতদের সঙ্গে দেখা অমিত শাহের
Pahalgam Terror Attack: নিহতদের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ কেন্দ্রের

- আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, বুধবার
- / 642
Pahalgam Terror Attack: নিহতদের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ কেন্দ্রের
পুবের কলম,ওয়েবডেস্ক: Pahalgam Terror Attack… ২৬ জন নিহতের তালিকা প্রকাশ করল কেন্দ্র সরকার। নিন্মে উল্লেখ করা হল নাম…
১) ইন্দোরের বাসিন্দা সুশীল নাথ্যিয়াল (বাবা: জয়রাইদ নাথ্যিয়াল)
২) অনন্তনাগের (জম্মু-কাশ্মীর) বাসিন্দা সৈয়দ আদিল হুসেন শাহ (আব্বাঃ সৈয়দ হায়দার শাহ)
৩) মুম্বইয়ের বাসিন্দা হেমন্ত সুহাস যোশী (বাবা: দুরভ যোশী)
৪) হরিয়ানার বাসিন্দা বিনয় নরওয়াল ( বাবাঃ রাজেশ নরওয়াল)
৫) মহারাষ্ট্রের বাসিন্দা অতুল শ্রীকান্ত মণি (বাবাঃ শ্রীরাম আচল)
৬) উত্তরাখণ্ডের বাসিন্দা নিরাজ উধাওয়ানি (বাবাঃ প্রদীপ কুমার)
৭) পশ্চিমবঙ্গের বাসিন্দা বিতান অধিকারী (বাবাঃবিরবর অধিকারী)
৮) নেপালের বাসিন্দা সুদীপ নিউপান (বাবাঃ কুশাল রাজ নিউপান)
৯) উত্তরপ্রদেশের বাসিন্দা শুভম দ্বিবেদী (বাবাঃ মনোজ দ্বিবেদী )
♦জঙ্গি হামলায় নিহত পরিবারদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের♦
১০) ওডিশার বাসিন্দা প্রশান্ত কুমার (বাবাঃ বালেশ্বর) .
১১) পুরুলিয়ার ঝালদার বাসিন্দা (বিহার সংলগ্ন) মণীশরঞ্জন মিশ্র (সরকারি কর্মকর্তা) (বাবাঃ মঙ্গলেশ মিশ্রা)
১২) কেরলের বাসিন্দা এন রামচন্দ্র:(বাবাঃ নারায়ণ মেনন)
১৩) মুম্বাইের বাসিন্দা সঞ্জয় লক্ষণ লালি (বাবাঃ লক্ষণ লালি)
১৪) চণ্ডীগড় বাসিন্দা দীনেশ আগরওয়াল (বাবাঃ পি সি আগরওয়াল)
১৫) কলকাতার বাসিন্দা সমির গুহ (বাবাঃ শশী গুহ)
১৬) মুম্বইয়ের বাসিন্দা দিলিপ দেশালি (বাবা: নাম জানা যায়নি)
১৭) বিশাখাপত্তনামের বাসিন্দা যে সচিন্দ্র মোলি ( বাবাঃ নাম জানা যায়নি)
১৮) ব্যাঙ্গালুরুর বাসিন্দা মধুসূধন এস (বাবাঃ ত্রিরুলুপালা এস)
১৯) মহারাষ্ট্রের বাসিন্দা সন্তোষ জাগদা (বাবাঃ একনাথ জাগদা)
২০) কর্নাটকের বাসিন্দা মঞ্জুনাথ রাও (বাবাঃ মহাবাল্লা রাও)
২১) মহারাষ্ট্রের বাসিন্দা কস্তুবা জি (বাবাঃ নাম জানা যায়নি)
২২) ব্যাঙ্গালুরুর বাসিন্দা ভারতভূষণ ( বাবাঃ চাণা ভেরাপ্পা)
২৩) গুজরাতের বাসিন্দা সুমিত পারমার (বাবাঃ ইয়েতেশ পারমার)
২৪) গুজরাতের বাসিন্দা ইয়েতেশ পারমার (সুমিতের বাবা)
২৫) অরুণাচল প্রদেশের বাসিন্দা তাগেহালিং (বাবাঃ নাম জানা যায়নি )
২৬) গুজরাতের বাসিন্দা শইলেশভাই এইচ (বাবাঃ নাম জানা যায়নি )
Pahalgam Terror Attack: নিহতদের মধ্যে মহারাষ্ট্র (৬), পশ্চিমবঙ্গ (৩), উত্তরাখণ্ড (১), হরিয়ানা (১), উত্তর প্রদেশ (১), বিহার (১), পাঞ্জাব (১), কেরল (১), গুজরাত (৩), কর্ণাটক (৩), ওড়িশা (১), অন্ধ্র প্রদেশ (১), মধ্যপ্রদেশ (১) এবং অরুণাচল প্রদেশ (১) সহ বেশ কয়েকটি রাজ্যের মানুষ রয়েছেন। এছাড়াও, নেপালের একজন পর্যটক এবং পহেলগামের Pahalgam Terror Attack একজন স্থানীয় বাসিন্দাও এই হামলায় নিহত হয়েছেন।
জম্মু-কাশ্মীরের পহেলগাঁও হামলায় (Pahalgam Terror Attack) নিহত বাংলার তিন বাসিন্দার পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার রাতেই বিমানে কলকাতা ফিরবেন তাঁদের পরিবারের সদস্যরা। এক্স হ্যান্ডলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা পরিস্থিতির উপর ব্যক্তিগতভাবে নজর রাখছেন বলে জানান। আশ্বাস দিয়েছেন নিহতদের পরিবারের পাশে থাকার।
মঙ্গলবার রাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে বিতানের টালিগঞ্জের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনিও সবরকমভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ফোনে বিতানের স্ত্রীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। বুধবার সকালে মৃত সমীর গুহর বাড়িতে যান মেয়র ফিরহাদ হাকিম। আশ্বাস দেন মৃতদের পরিবারের পাশে থাকার।
বুধবার সকালে জম্মু-কাশ্মীরের পহেলগাঁও পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের শেষ শ্রদ্ধা জানান। কথা বলেন তাঁদের পরিজনদের সঙ্গে।জরুরি পরিস্থিতিতে উপত্যকায় পৌঁছেছে জাতীয় তদন্তকারী দল এনআইএ।
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এক বিবৃতি দিয়ে জানায় , এই হামলায় মহারাষ্ট্রের ছয়জন পর্যটক নিহত হয়েছেন। শিন্ডে কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাম মোহন নাইডুকে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার অনুরোধ করেছেন যাতে আটকে পড়া মহারাষ্ট্রের পর্যটকদের ফিরিয়ে আনা যায়। মন্ত্রী আশ্বস্ত করেছেন, পর্যটকদের তালিকা পেলেই তৎপরতার সঙ্গে তাদের মুম্বাইয়ে ফিরিয়ে আনার কাজ শুরু হবে।
বলা বাহল্য, জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। জম্মু-কাশ্মীরের পহেলগাঁও হামলায় (Pahalgam Terror Attack) নিহত হয়েছে ২৬ জন। মঙ্গলবারের ভয়াবহ জঙ্গি হামলার খবর পেয়ে বিদেশ সফর কাটছাঁট করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবারই পহেলগাঁও সন্ত্রাসী হামলা নিয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠক ছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব বিক্রম মিশ্রি। জঙ্গিদের যোগ্য জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে বুধবার সেনা সর্বাধিনায়ক এবং তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে জম্মু ও কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার (Pahalgam Terror Attack) পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলিতে কি পালটা সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে?