৩০ অগাস্ট ২০২৫, শনিবার, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

Pahalgam Terror Attack: NC CLASSIC-এ যোগ দেবে না আরশাদ: নীরজ চোপড়া

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
  • / 331

Neeraj Chopra Classic javelin event

পুবের কলম প্রতিবেদকঃ Pahalgam Terror Attack… আগামী মে মাসে জেএসডব্লু স্পোর্টসের সহযোগিতায় বেঙ্গালুরুতে ‘নীরজ চোপড়া ক্লাসিক’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করতে চলেছেন ভারতের কিংবদন্তি জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নীরজ আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমকে। তার পরেই পহেলগাঁওয়ে Pahalgam Terror Attack জঙ্গি হামলার ঘটনা ঘটে। যাতে মারা গিয়েছেন ২৮ জন পর্যটক। এরপবেই আরশাদকে আমন্ত্রন জানানো নিয়ে নীরজের দিকে ধেয়ে আসছে কটাক্ষ। তাঁর দেশপ্রেম নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করেন।

এ দিকে তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠায় অবাক হয়েছেন টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জয় করা নীরজ। তিনি জানিয়ে দিয়েছেন, পহেলগাঁও Pahalgam Terror Attack কান্ডের পরে আরশাদের ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রশ্নই উঠছে না।

আরও পড়ুন: ৭০ দিন জেলবন্দি থাকার পর জামিন পেলেন নাজিবুল

 

আরও পড়ুন: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প দৃঢ়: সিওলেতে পৌঁছে লিখলেন অভিষেক

Pahalgam Terror Attack: NC CLASSIC-এ যোগ দেবে না আরশাদ: নীরজ চোপড়া
নীরজ চোপাড়া ও আরশাদ নাদিম

 

আরও পড়ুন: কাশ্মীর সমস্যা সমাধানের চেষ্টা করব: Donald Trump

Pahalgam Terror Attack:‘ভাইয়ে ভাইয়ে লড়াই বাঁধানোর জন্যই এই হামলা’: রাহুল

সমাজমাধ্যমে নীরজ লিখেছেন, ‘এনসি ক্লাসিকে পাকিস্তানের আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানানো নিয়ে নানা কথা হচ্ছে। আমাকে কটুক্তি করা হচ্ছে। ছাড় পাচ্ছে না আমার পরিবারও। একজন ক্রীড়াবিদ হিসেবে আমার লক্ষ্য ছিল, এই প্রতিযোগিতায় বিশ্বের ভালো ভালো খেলোয়াড়কে আনার। তেমনই একজন ক্রীড়াবিদ হিসেবে আরশাদকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর চেয়ে বেশি কিছু নয়। সব ক্রীড়াবিদদের কাছে গত সোমবার আমন্ত্রণ পাঠানো হয়েছিল। পহেলগাঁও কান্ড ঘটেছে তারপরে। তবে এই ঘটনার পরে আরশাদের আর এই প্রতিযোগিতা অংশ নেওয়ার প্রশ্নই নেই।’

একই সঙ্গে নীরজ লিখেছেন, ‘আমি কম কথার মানুষ। তবে যখন আমার দেশপ্রেম এবং পরিবারকে নিয়ে প্রশ তোলা হয়, তখন তো মুখ খুলতেই হয়। আমার কাছে দেশ সবার আগে। যে সব মানুষ প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। পহেলগাঁওয়ে Pahalgam Terror Attack যা ঘটেছে, তাতে পুরো দেশের মত আমি ক্ষুব্ধ ও শোকাহত। আমি বিশ্বাস করি, আমাদের দেশ ঠিক এর যোগ্য জবাব দেবে।’

নাদিমকে ভারতে আমন্ত্রণ জানানোয় নীরজের দেশপ্রেম নিয়েই প্রশ্ন

নীরজ সোশ্যাল মিডিয়ায় উল্লেখ কেরন, “খুব কম কথার মানুষ আমি। তার মানে এই নয় যে, কোনও ভুল দেখলে কথা বলব না। আর যখন আমার দেশপ্রেম এবং পরিবারের সম্মান নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন তো মুখ খুলবই। আমার কাছে দেশ সব সময় আগে। যে সব মানুষ নিজের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। পহেলগাঁওয়ে যা ঘটেছে, তা নিয়ে গোটা দেশের মতো আমিও শোকাহত এবং ক্ষুব্ধ। আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী যে, আমার দেশ ঠিক এর জবাব দেবে এবং দেশের শক্তি প্রদর্শন করবে।”

দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠায় মর্মাহত নীরজ লিখেছেন, “দীর্ঘ পরিশ্রম করে বছরের পর বছর ধরে গর্বের সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছি। সেখানে আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠলে খারাপ লাগে। আর সব থেকে কষ্ট লাগছে এটা ভেবে যে, মানুষকে বোঝাতে হচ্ছে আমি দেশপ্রেমী।”

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Neeraj Chopra (@neeraj____chopra)

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Pahalgam Terror Attack: NC CLASSIC-এ যোগ দেবে না আরশাদ: নীরজ চোপড়া

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার

Neeraj Chopra Classic javelin event

পুবের কলম প্রতিবেদকঃ Pahalgam Terror Attack… আগামী মে মাসে জেএসডব্লু স্পোর্টসের সহযোগিতায় বেঙ্গালুরুতে ‘নীরজ চোপড়া ক্লাসিক’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করতে চলেছেন ভারতের কিংবদন্তি জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নীরজ আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমকে। তার পরেই পহেলগাঁওয়ে Pahalgam Terror Attack জঙ্গি হামলার ঘটনা ঘটে। যাতে মারা গিয়েছেন ২৮ জন পর্যটক। এরপবেই আরশাদকে আমন্ত্রন জানানো নিয়ে নীরজের দিকে ধেয়ে আসছে কটাক্ষ। তাঁর দেশপ্রেম নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করেন।

এ দিকে তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠায় অবাক হয়েছেন টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জয় করা নীরজ। তিনি জানিয়ে দিয়েছেন, পহেলগাঁও Pahalgam Terror Attack কান্ডের পরে আরশাদের ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রশ্নই উঠছে না।

আরও পড়ুন: ৭০ দিন জেলবন্দি থাকার পর জামিন পেলেন নাজিবুল

 

আরও পড়ুন: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প দৃঢ়: সিওলেতে পৌঁছে লিখলেন অভিষেক

Pahalgam Terror Attack: NC CLASSIC-এ যোগ দেবে না আরশাদ: নীরজ চোপড়া
নীরজ চোপাড়া ও আরশাদ নাদিম

 

আরও পড়ুন: কাশ্মীর সমস্যা সমাধানের চেষ্টা করব: Donald Trump

Pahalgam Terror Attack:‘ভাইয়ে ভাইয়ে লড়াই বাঁধানোর জন্যই এই হামলা’: রাহুল

সমাজমাধ্যমে নীরজ লিখেছেন, ‘এনসি ক্লাসিকে পাকিস্তানের আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানানো নিয়ে নানা কথা হচ্ছে। আমাকে কটুক্তি করা হচ্ছে। ছাড় পাচ্ছে না আমার পরিবারও। একজন ক্রীড়াবিদ হিসেবে আমার লক্ষ্য ছিল, এই প্রতিযোগিতায় বিশ্বের ভালো ভালো খেলোয়াড়কে আনার। তেমনই একজন ক্রীড়াবিদ হিসেবে আরশাদকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর চেয়ে বেশি কিছু নয়। সব ক্রীড়াবিদদের কাছে গত সোমবার আমন্ত্রণ পাঠানো হয়েছিল। পহেলগাঁও কান্ড ঘটেছে তারপরে। তবে এই ঘটনার পরে আরশাদের আর এই প্রতিযোগিতা অংশ নেওয়ার প্রশ্নই নেই।’

একই সঙ্গে নীরজ লিখেছেন, ‘আমি কম কথার মানুষ। তবে যখন আমার দেশপ্রেম এবং পরিবারকে নিয়ে প্রশ তোলা হয়, তখন তো মুখ খুলতেই হয়। আমার কাছে দেশ সবার আগে। যে সব মানুষ প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। পহেলগাঁওয়ে Pahalgam Terror Attack যা ঘটেছে, তাতে পুরো দেশের মত আমি ক্ষুব্ধ ও শোকাহত। আমি বিশ্বাস করি, আমাদের দেশ ঠিক এর যোগ্য জবাব দেবে।’

নাদিমকে ভারতে আমন্ত্রণ জানানোয় নীরজের দেশপ্রেম নিয়েই প্রশ্ন

নীরজ সোশ্যাল মিডিয়ায় উল্লেখ কেরন, “খুব কম কথার মানুষ আমি। তার মানে এই নয় যে, কোনও ভুল দেখলে কথা বলব না। আর যখন আমার দেশপ্রেম এবং পরিবারের সম্মান নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন তো মুখ খুলবই। আমার কাছে দেশ সব সময় আগে। যে সব মানুষ নিজের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। পহেলগাঁওয়ে যা ঘটেছে, তা নিয়ে গোটা দেশের মতো আমিও শোকাহত এবং ক্ষুব্ধ। আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী যে, আমার দেশ ঠিক এর জবাব দেবে এবং দেশের শক্তি প্রদর্শন করবে।”

দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠায় মর্মাহত নীরজ লিখেছেন, “দীর্ঘ পরিশ্রম করে বছরের পর বছর ধরে গর্বের সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছি। সেখানে আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠলে খারাপ লাগে। আর সব থেকে কষ্ট লাগছে এটা ভেবে যে, মানুষকে বোঝাতে হচ্ছে আমি দেশপ্রেমী।”

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Neeraj Chopra (@neeraj____chopra)