চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল দুবাইয়ে, বিরাট ক্ষতির মুখে পাকিস্তান

- আপডেট : ৫ মার্চ ২০২৫, বুধবার
- / 2

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122
পুবের কলম ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে ব্যাপক ক্ষতির মুখে পাকিস্তান। ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে বসল আইসিসির কোনও প্রতিযোগিতার আসর। এককভাবে পাকিস্তান এই প্রতিযোগিতার আয়োজক। কিন্তু ভারত পাকিস্তানে গিয়ে না খেলায় হাইব্রিড মডেলে আইসিসিকে এই প্রতিযোগিতা ায়োজন করতে হয়েছে। ভারত গ্রুপসহ সেমিফাইনাল খেলেছে দুবাইয়ে। এমনকি আয়োজক দেশ পাকিস্তানকেও তাদের নিজেদের দেশ ছেড়ে দুবাইয়ে গিয়ে খেলতে হয়েছে ভারতের বিরুদ্ধে। দু’একটা বাদ দিলে পাকিস্তানে তাই বাকি ম্যাচগুলিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দর্শকের সংখ্যাও ছিল হাতে গোনা। যে পরিমাণ অর্থ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আয় হতে পারত, পিসিবি তা থেকে কিছুটা হলেও বঞ্চিত হয়েছে। এবার ভারত ফাইনালে ওঠায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট ক্ষতির মুখে পড়তে চলেছে পাকিস্তান। কারণ শর্তই ছিল যে ভারত যদি ফাইনালে ওঠে তারা যেহেতু পাকিস্তানে গিয়ে খেলবে না, সেই ফাইনাল হওয়ার কথা দুবাইয়ে। ভারত ফাইনালে উঠতে না পারলে লাহোরে ফাইনাল হত। কিন্তু লাহোরের গদ্দাফি স্টেডিয়াম আর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পাচ্ছে না। কারণ ভারত ফাইনালে উঠে গিয়েছে। সেই ফাইনাল হবে দুবাইয়ে। কাজেই লাহোরে ফাইনাল হলে যে দর্শক হত, সেটা মিস করবে পাকিস্তান। টিকিট থেকে প্রাপ্য অর্থও কমবে পাকিস্তানের। তাছাড়া ফাইনালকে কেন্দ্র করে লাহোরের স্টেডিয়ামের চারপাশে যে ব্যবসা হত, সেটাও আর দেখা যাবে না। কাজেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেও বিরাট ক্ষতির মুখে পড়তে চলেছে পাকিস্তান।