২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিন: মুসলিমদের সরব হওয়ার আহ্বান বাংলাদেশের ধর্ম উপদেষ্টার

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, রবিবার
  • / 4

ঢাকা, ২৭ অক্টোবর: ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের সহায়তায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে ‘পোয়েট্রি ফর প্যালেস্টাইন’ নামক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ফিলিস্তিন পবিত্র ভূমি। এই ভূমিতে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা রয়েছে।

 

READ:১৪ দিনে ৩৫০ উড়ানে বোমা হুমকি, রবিবার নয়া হুমকি ৫০

 

এছাড়া, শতাধিক নবী রাসূলের সমাধি রয়েছে। ওই দেশেই চালানো হচ্ছে গণহত্যা। কিন্তু সারা বিশ্ব নিরব।’ তিনি বলেন, ‘দেশটির নারী, শিশু ও বৃদ্ধ নাগরিকদের আর্তনাদ কাউকে স্পর্শ করছে না। সবাই নির্বিকার হয়ে বসে আছে।’ ধর্ম উপদেষ্টা বলেন, ‘ফিলিস্তিন আমাদের অন্তর, মন ও আত্মার সাথে মিশে রয়েছে। দেশটির নির্যাতিত জনসাধারণের প্রতি সহমর্মিতা রয়েছে।

 

তাদের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি আমাদের সমর্থন রয়েছে। দেশটির নির্যাতিত ও গৃহহীন জনসাধারণের সাহায্য ও মানবাধিকার রক্ষায় বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলে ঢাকায় ইরানের দূতাবাসের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ্ কাওসার মুস্তাফা আবুলউয়ালীসহ অন্যান্যরা।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিলিস্তিন: মুসলিমদের সরব হওয়ার আহ্বান বাংলাদেশের ধর্ম উপদেষ্টার

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, রবিবার

ঢাকা, ২৭ অক্টোবর: ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের সহায়তায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে ‘পোয়েট্রি ফর প্যালেস্টাইন’ নামক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ফিলিস্তিন পবিত্র ভূমি। এই ভূমিতে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা রয়েছে।

 

READ:১৪ দিনে ৩৫০ উড়ানে বোমা হুমকি, রবিবার নয়া হুমকি ৫০

 

এছাড়া, শতাধিক নবী রাসূলের সমাধি রয়েছে। ওই দেশেই চালানো হচ্ছে গণহত্যা। কিন্তু সারা বিশ্ব নিরব।’ তিনি বলেন, ‘দেশটির নারী, শিশু ও বৃদ্ধ নাগরিকদের আর্তনাদ কাউকে স্পর্শ করছে না। সবাই নির্বিকার হয়ে বসে আছে।’ ধর্ম উপদেষ্টা বলেন, ‘ফিলিস্তিন আমাদের অন্তর, মন ও আত্মার সাথে মিশে রয়েছে। দেশটির নির্যাতিত জনসাধারণের প্রতি সহমর্মিতা রয়েছে।

 

তাদের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি আমাদের সমর্থন রয়েছে। দেশটির নির্যাতিত ও গৃহহীন জনসাধারণের সাহায্য ও মানবাধিকার রক্ষায় বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলে ঢাকায় ইরানের দূতাবাসের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ্ কাওসার মুস্তাফা আবুলউয়ালীসহ অন্যান্যরা।