১৯ মার্চ ২০২৫, বুধবার, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
BRAKING :
পার্কসার্কাসে বৃক্ষরোপন ও সাফাই অভিযান ‘উদ্দীপনী’র
আবুল খায়ের
- আপডেট : ৪ নভেম্বর ২০২৪, সোমবার
- / 0
পুবের কলম, ওয়েব ডেস্কঃ পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে বিশেষ কর্মসূচীর আয়োজন করল ‘উদ্দীপনী’ সংস্থা। সোমবার পার্কসার্কাস ময়দানে সাফাই অভিযানে অংশ নেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিষ কুমার।
পুরসভার মেয়র পারিষদ দেবাশিষ কুমার।
ছিলেন ডনবস্কোর প্রিন্সিপ্যাল ফাদার এম সি জর্জ, উদ্দীপনীর সভাপতি গৌরব ধাওয়ান, কো-অর্ডিনেটর অর্জুন ধাওয়ান, ইরফান আলি, সতনাম সিং আলুওয়ালিয়া প্রমুখ।
এ দিন ময়দান এলাকায় উপস্থিত বিশিষ্টরা নোংরা-আবর্জনা পরিস্কার কাজে হাত লাগান। সেই সঙ্গে পার্কসার্কাস ময়দানে বৃক্ষরোপনও করেন।
দূষণমুক্ত সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্যই এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে বলে জানান উদ্দীপনীর কর্মকর্তারা। দেবাশিষ কুমার বলেন, যত্রতত্র নোংরা, আবর্জনা হচ্ছে। সাফাইয়ের উদ্যোগ ভালো। শহরকে পরিস্কার রাখার জন্য সকলের এগিয়ে আসা প্রয়োজন।
READ MORE: স্বরূপনগর সীমান্তে ৪ বাংলাদেশি গ্রেফতার
Tag :