০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কাটা কব্জি জোড়া লাগিয়ে তাক লাগাল আরজি কর

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার
  • / 49

পুবের কলম প্রতিবেদক:  স্বাস্থ্য পরিষেবায় ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় এবার বেনজির সাফল্য আরজি কর হাসপাতালের। হাতের কব্জি কেটে পড়েছিল এক রোগীর। ফিরিয়ে দিয়েছিল একের পর এক হাসপাতাল। কব্জি কাটার পর অতিক্রম হয়ে গিয়েছিল গোল্ডেন আওয়ার। কাটা কব্জিটিও বিজ্ঞান সম্মতভাবে সংরক্ষণ করা ছিল না। তা সত্ত্বেও সেই কাটা কব্জি জোড়া লাগিয়ে তাক লাগাল আরজি করের প্লাস্টিক সার্জারি, অ্যানাস্তেসিয়া বিভাগ। সাতঘণ্টা অস্ত্র পাচার শেষে হাওড়ার শ্যামপুরের বাসিন্দা কার্তিক জানার কাটা কব্জি জোড়া লাগালেন চিকিৎসকরা।

গত মঙ্গলবার হাওড়ার ডোমজুড়ে কারখানায় কাজ করার সময় অসাবধানবশত মেশিনে হাত ঢুকে গিয়েছিল বছর আটান্নর কার্তিক জানার। তাঁর বাম হাতের কবজি কাটা পড়ে। ওই দিন সকাল ১০ টা নাগাট ঘটনাটি ঘটে। এরপর এসএসকেএম, কলকাতা মেডিক্যাল কলেজ ঘুরে সন্ধে নাগাদ কার্তিককে নিয়ে আরজি করে পৌঁছান তাঁর পরিজনরা। এর পর ভর্তি প্রক্রিয়া, রক্তপরীক্ষা, ওটি টেবিল রেডি করে সাড়ে ১১ টা নাগাদ শুরু হয় অস্ত্রপাচার। বিভাগীয় প্রধান ডা. রূপনারায়ন ভট্টাচার্যের নেতৃত্বে সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা মিলে কাটা কব্জি জোড়া লাগান। অদম্য জেদ আর নিষ্ঠার ফলে সফল হয় অস্ত্রোপচার।

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যেই ভাসবে দক্ষিণবঙ্গ! বজ্রবিদ্যুৎসহ  ঝড় বৃষ্টির সম্ভাবনা

 

আরও পড়ুন: Pahalgam Terror Attack: মুসলিম রোগিকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ কলকাতার ডাক্তারের বিরুদ্ধে

আরও পড়ুন: Pahalgam Terror Attack: ভূ-স্বর্গে প্রাণ হারানো সমীর গুহ-র বাড়িতে এল কফিন সঙ্গে শোকস্তব্ধ স্ত্রী ও কন্যা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাটা কব্জি জোড়া লাগিয়ে তাক লাগাল আরজি কর

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক:  স্বাস্থ্য পরিষেবায় ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় এবার বেনজির সাফল্য আরজি কর হাসপাতালের। হাতের কব্জি কেটে পড়েছিল এক রোগীর। ফিরিয়ে দিয়েছিল একের পর এক হাসপাতাল। কব্জি কাটার পর অতিক্রম হয়ে গিয়েছিল গোল্ডেন আওয়ার। কাটা কব্জিটিও বিজ্ঞান সম্মতভাবে সংরক্ষণ করা ছিল না। তা সত্ত্বেও সেই কাটা কব্জি জোড়া লাগিয়ে তাক লাগাল আরজি করের প্লাস্টিক সার্জারি, অ্যানাস্তেসিয়া বিভাগ। সাতঘণ্টা অস্ত্র পাচার শেষে হাওড়ার শ্যামপুরের বাসিন্দা কার্তিক জানার কাটা কব্জি জোড়া লাগালেন চিকিৎসকরা।

গত মঙ্গলবার হাওড়ার ডোমজুড়ে কারখানায় কাজ করার সময় অসাবধানবশত মেশিনে হাত ঢুকে গিয়েছিল বছর আটান্নর কার্তিক জানার। তাঁর বাম হাতের কবজি কাটা পড়ে। ওই দিন সকাল ১০ টা নাগাট ঘটনাটি ঘটে। এরপর এসএসকেএম, কলকাতা মেডিক্যাল কলেজ ঘুরে সন্ধে নাগাদ কার্তিককে নিয়ে আরজি করে পৌঁছান তাঁর পরিজনরা। এর পর ভর্তি প্রক্রিয়া, রক্তপরীক্ষা, ওটি টেবিল রেডি করে সাড়ে ১১ টা নাগাদ শুরু হয় অস্ত্রপাচার। বিভাগীয় প্রধান ডা. রূপনারায়ন ভট্টাচার্যের নেতৃত্বে সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা মিলে কাটা কব্জি জোড়া লাগান। অদম্য জেদ আর নিষ্ঠার ফলে সফল হয় অস্ত্রোপচার।

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যেই ভাসবে দক্ষিণবঙ্গ! বজ্রবিদ্যুৎসহ  ঝড় বৃষ্টির সম্ভাবনা

 

আরও পড়ুন: Pahalgam Terror Attack: মুসলিম রোগিকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ কলকাতার ডাক্তারের বিরুদ্ধে

আরও পড়ুন: Pahalgam Terror Attack: ভূ-স্বর্গে প্রাণ হারানো সমীর গুহ-র বাড়িতে এল কফিন সঙ্গে শোকস্তব্ধ স্ত্রী ও কন্যা