১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাত্য-ওমপ্রকাশদের বিরুদ্ধে এফআইআর  পুলিশের

মোল্লা জসিমউদ্দিনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গন্ডগোল এর ঘটনায় রাজ্যের  শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু  অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। জানা যাচ্ছে,, ব্রাত্য, ওমপ্রকাশদের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাকে মারধর, শ্লীলতাহানি, হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যাদবপুরের ঘটনায় বুধবারই পুলিশ এবং গোয়েন্দা দফতরকে তীব্র তীব্র ভর্ৎসনা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে কেন এফআইআর দায়ের করা হয়নি, সেই প্রশ্নও তুলেছিলেন বিচারপতি।

বিচারপতি জানিয়েছেন , ‘আহত ছাত্র (ইন্দ্রানুজ রায়) বয়ান দেওয়ার পরও কেন রাজ্য এফআইআর দায়ের করল না?’ ক্ষুূব্ধ বিচারপতি এও বলেন, ‘যাদবপুরের ঘটনায় পুলিশ একপেশে তদন্ত করেছে। অথচ রাজ্যের উচিত ছিল অভিভাবকের মতো আচরণ করা’। আদালতের সেই হুঁশিয়ারির পরই এ বিষয়ে পুলিশ পদক্ষেপ করল বলে মনে করা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে , শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্রর পাশাপাশি ব্রাত্যর গাড়ির চালক সহ আরও একাধিক ব্যক্তির বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানি, হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রেলে নিরাপত্তার নয়া দিগন্ত: ২২৩.৮ কোটি টাকা ব্যয়ে বাংলায় বসছে ‘কবচ’ প্রযুক্তি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রাত্য-ওমপ্রকাশদের বিরুদ্ধে এফআইআর  পুলিশের

আপডেট : ৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার

মোল্লা জসিমউদ্দিনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গন্ডগোল এর ঘটনায় রাজ্যের  শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু  অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। জানা যাচ্ছে,, ব্রাত্য, ওমপ্রকাশদের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাকে মারধর, শ্লীলতাহানি, হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যাদবপুরের ঘটনায় বুধবারই পুলিশ এবং গোয়েন্দা দফতরকে তীব্র তীব্র ভর্ৎসনা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে কেন এফআইআর দায়ের করা হয়নি, সেই প্রশ্নও তুলেছিলেন বিচারপতি।

বিচারপতি জানিয়েছেন , ‘আহত ছাত্র (ইন্দ্রানুজ রায়) বয়ান দেওয়ার পরও কেন রাজ্য এফআইআর দায়ের করল না?’ ক্ষুূব্ধ বিচারপতি এও বলেন, ‘যাদবপুরের ঘটনায় পুলিশ একপেশে তদন্ত করেছে। অথচ রাজ্যের উচিত ছিল অভিভাবকের মতো আচরণ করা’। আদালতের সেই হুঁশিয়ারির পরই এ বিষয়ে পুলিশ পদক্ষেপ করল বলে মনে করা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে , শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্রর পাশাপাশি ব্রাত্যর গাড়ির চালক সহ আরও একাধিক ব্যক্তির বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানি, হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।