১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত বাদুড়িয়ার সঞ্জয় দের স্ত্রীকে পুলিশের চাকরি ও আর্থিক অনুদান

ইমামা খাতুন
  • আপডেট : ৬ জুন ২০২৩, মঙ্গলবার
  • / 16

ইনামুল হক, বসিরহাট: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করমণ্ডল এক্সপ্রেসে মৃত বাদুড়িয়ার সঞ্জয়দের  পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দিল রাজ্য তৃণমূল কংগ্রেস। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের চাতরা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাতরা গ্রামের সঞ্জয় দে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পেশায়  একজন পরিযায়ী শ্রমিক। শালিমার-করমণ্ডল এক্সপ্রেসে শুক্রবার  বিকালে ট্রেনে ওঠেন তিনি। কিন্তু ওড়িশার বাহানাগায় ভয়ঙ্কর রেল দুর্ঘটনা  মৃত্যু হয় বাদুড়িয়ার সঞ্জয়ের। তার পরিবার কটকের এইমসে গিয়ে তার দেহ বাড়ি নিয়ে আসে। সমস্ত রকম আচার অনুষ্ঠান মেনেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।

সেই পরিবারের পাশে দাঁড়াতে এবার সক্রিয় হলো তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান হাজি শেখ নুরুল ইসলাম, সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কৃষি কর্মাধ‍্যক্ষ বুরহানুল মুকাদ্দিম ও চাতরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আসলামউদ্দিন, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক আশিকবিল্লাহরা দলের পক্ষ থেকে মৃত সঞ্জয় দের স্ত্রীর হাতে দু’লক্ষ টাকা আর্থিক অনুদান তুলে দেন তার বাড়িতে গিয়ে।

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

আগামী দিনে  পরিবারের পাশে থাকার সব রকম আশ্বাস দেন। শুধুমাত্র এই আর্থিক অনুদান নয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তাকে পুলিশের হোম গার্ডের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। যে চাকরির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। একদিকে যেমন তার মেডিকেল সার্টিফিকেট তৈরি হয়ে গিয়েছে। অন্যদিকে চাকরি প্রক্রিয়ার একাধিক ধাপ তিনি পার করে এসেছেন। যার ফলে বিষাদের মধ্যে কিছুটা মানসিক এবং অর্থনৈতিক সাহায্য পেয়ে আশ্বস্ত তিনি। এই আর্থিক অনুদান পেয়ে আগামী দিনে ঘুরে দাঁড়ানোর পথ যে অনেক সুগম হবে সে কথা জানান সঞ্জয়ের স্ত্রী গীতা দে।

আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন ইসরো প্রধান K Kasturirangan

আরও পড়ুন: থামল লড়াই, প্রয়াত হলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত বাদুড়িয়ার সঞ্জয় দের স্ত্রীকে পুলিশের চাকরি ও আর্থিক অনুদান

আপডেট : ৬ জুন ২০২৩, মঙ্গলবার

ইনামুল হক, বসিরহাট: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করমণ্ডল এক্সপ্রেসে মৃত বাদুড়িয়ার সঞ্জয়দের  পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দিল রাজ্য তৃণমূল কংগ্রেস। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের চাতরা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাতরা গ্রামের সঞ্জয় দে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পেশায়  একজন পরিযায়ী শ্রমিক। শালিমার-করমণ্ডল এক্সপ্রেসে শুক্রবার  বিকালে ট্রেনে ওঠেন তিনি। কিন্তু ওড়িশার বাহানাগায় ভয়ঙ্কর রেল দুর্ঘটনা  মৃত্যু হয় বাদুড়িয়ার সঞ্জয়ের। তার পরিবার কটকের এইমসে গিয়ে তার দেহ বাড়ি নিয়ে আসে। সমস্ত রকম আচার অনুষ্ঠান মেনেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।

সেই পরিবারের পাশে দাঁড়াতে এবার সক্রিয় হলো তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান হাজি শেখ নুরুল ইসলাম, সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কৃষি কর্মাধ‍্যক্ষ বুরহানুল মুকাদ্দিম ও চাতরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আসলামউদ্দিন, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক আশিকবিল্লাহরা দলের পক্ষ থেকে মৃত সঞ্জয় দের স্ত্রীর হাতে দু’লক্ষ টাকা আর্থিক অনুদান তুলে দেন তার বাড়িতে গিয়ে।

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

আগামী দিনে  পরিবারের পাশে থাকার সব রকম আশ্বাস দেন। শুধুমাত্র এই আর্থিক অনুদান নয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তাকে পুলিশের হোম গার্ডের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। যে চাকরির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। একদিকে যেমন তার মেডিকেল সার্টিফিকেট তৈরি হয়ে গিয়েছে। অন্যদিকে চাকরি প্রক্রিয়ার একাধিক ধাপ তিনি পার করে এসেছেন। যার ফলে বিষাদের মধ্যে কিছুটা মানসিক এবং অর্থনৈতিক সাহায্য পেয়ে আশ্বস্ত তিনি। এই আর্থিক অনুদান পেয়ে আগামী দিনে ঘুরে দাঁড়ানোর পথ যে অনেক সুগম হবে সে কথা জানান সঞ্জয়ের স্ত্রী গীতা দে।

আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন ইসরো প্রধান K Kasturirangan

আরও পড়ুন: থামল লড়াই, প্রয়াত হলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা