শিয়ালদহ দক্ষিণ শাখায় চলন্ত ট্রেনের ধাক্কায় মৃতু যুবকের, ছিন্নবিছিন্ন দেহ উদ্ধার

- আপডেট : ২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার
- / 1
পুবের কলম, ওয়েবডেস্ক: মর্মান্তিক। ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের। নাম মন্টু। বয়স ১৮। জানা গেছে, মৃত যুবক মহেশতলা ২৫ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুরে মামার বাড়িতে থাকতেন। সোমবার রাতে বজবজ-শিয়ালদহ লাইনে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, চলন্ত ট্রেনের ধাক্কায় ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় মন্টুর দেহ। নুঙ্গি ও আকড়ার মাঝে নিশ্চিন্তপুর ১১ নম্বর রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক। আচমকা চলন্ত ট্রেন এসে পরে তার সামনে। ওই অবস্থাতেই তার দেহ হিচড়াতে হিচড়াতে খানিকটা দূরে টেনে নিয়ে যায় চলন্ত ট্রেনটি। ট্রেনের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর দেহ।
আরও পড়ুন:ঘূর্ণিঝড় ডানার আতঙ্কে সুন্দরবন বাসিন্দারা, প্রস্তুত প্রশাসন
এদিকে বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেয় রেল পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ ও রেল পুলিশের আধিকারিকরা। যুবকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে নিয়ে যায় রেল পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যুবকের মৃত্যুতে শোকের ছায়া পরিবারেও।