০৮ অক্টোবর ২০২৫, বুধবার, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
অনুষ্ঠান মঞ্চে জনেফিার লোপজে

Pop Concerts in Saudi: মক্কার কাছে মার্কিন পপ তারকার কনসার্ট

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
  • / 650

পুবের কলম, ওয়েবডেস্ক: মক্কার (Pop Concerts in Saudi) জেদ্দায় একটি কনসার্টে গান গেয়েছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। ইসলামের সবচেয়ে পবিত্র নগরী মক্কা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে কনসার্টের আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মুসল্লিরা।

‘সউদি অ্যারাবিয়ান গ্র্যান্ড প্রিক্স’  (Pop Concerts in Saudi) নামের ওই প্রতিযোগিতায় অংশ নেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, কনসার্টটি সউদি ভিশন ২০৩০ এর অংশ ছিল। সউদিতাদের বিনোদন ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈচিত্র আনতে কাজ করছে। ফলে বিভিন্ন সময় বাইরে থেকে শিল্পীরা এসে সউদিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন।

আরও পড়ুন: সব ধরনের ভিসাতেই করা যাবে ওমরাহ, স্পষ্ট করল সউদি

 

আরও পড়ুন: বিয়ের আগেই সউদিতে রোনাল্ডোকে উট উপহার

জেনিফার লোপেজের কনসার্টের (Pop Concerts in Saudi) পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। মক্কার এত কাছে মার্কিন গায়িকার কনসার্টকে অনেকে ‘লজ্জাজনক’ এবং ‘সরাসরি ইসলামকে অপমান’ হিসেবে অভিহিত করেছেন। তারা বলছেন, পবিত্র কাবার কাছাকাছি জায়গায় এমন আয়োজন করা মোটেও ঠিক হয়নি।

আরও পড়ুন: ২০২৫-২৬ ওমরাহ’র ক্যালেন্ডার প্রকাশ সউদির 

Pop Concerts in Saudi: মক্কার কাছে মার্কিন পপ তারকার কনসার্ট

শনিবার প্রথমে তিনি জেদ্দাহ কর্নিশ সার্কিটে ফর্মুলা ওয়ান চূড়ান্ত অনুশীলনে উপস্থিত হন । সেই সময় তাঁর পরনে ছিল চকচকে গোলাপি রঙের জিপ-ফ্রন্ট ক্যাটস্যুট । পরে কনসার্টে যোগ দেন তিনি। সেই সব ছবি ও ভিডিও সামনে আসার পর সোশ্যাল মাধ্যম এক্সে একজন লিখেছেন, ‘মক্কার এত কাছে খোলা পোশাকে এবং নাচের সঙ্গে এই ধরনের একটি পপ কনসার্ট আয়োজন অত্যন্ত অসম্মানজনক। সউদিকে অবশ্যই মনে রাখতে হবে ইসলামের পবিত্রতম স্থানের দায়িত্বে আছে তারা।’

 

Pahalgam Terror Attack: ‘পাকিস্তানিদের খুঁজে বের করে তাড়িয়ে দিন’ সব রাজ্যকে বার্তা অমিত শাহের

 

এর আগে গত বছরের ডিসেম্বরে এলি সাব ফ্যাশন শোর অংশ হিসেবে রিয়াদে গান পরিবেশন করেছিলেন জেনিফার লোপেজ। ওই সময়ও এ নিয়ে সমালোচনা হয়েছিল। কিন্তু সউদি সরকারের সাফাই তারা প্রিন্স সালমানের ভিশন -৩০ কে কার্যকর করতে এসব কিছু করছে। বিদেশিদের দিয়ে কনসার্টের পাশাপাশি, চলচিত্র উৎসব এবং বিভিন্ন খেলার ইভেন্টও আয়োজন করেছে সউদি।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অনুষ্ঠান মঞ্চে জনেফিার লোপজে

Pop Concerts in Saudi: মক্কার কাছে মার্কিন পপ তারকার কনসার্ট

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মক্কার (Pop Concerts in Saudi) জেদ্দায় একটি কনসার্টে গান গেয়েছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। ইসলামের সবচেয়ে পবিত্র নগরী মক্কা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে কনসার্টের আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মুসল্লিরা।

‘সউদি অ্যারাবিয়ান গ্র্যান্ড প্রিক্স’  (Pop Concerts in Saudi) নামের ওই প্রতিযোগিতায় অংশ নেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, কনসার্টটি সউদি ভিশন ২০৩০ এর অংশ ছিল। সউদিতাদের বিনোদন ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈচিত্র আনতে কাজ করছে। ফলে বিভিন্ন সময় বাইরে থেকে শিল্পীরা এসে সউদিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন।

আরও পড়ুন: সব ধরনের ভিসাতেই করা যাবে ওমরাহ, স্পষ্ট করল সউদি

 

আরও পড়ুন: বিয়ের আগেই সউদিতে রোনাল্ডোকে উট উপহার

জেনিফার লোপেজের কনসার্টের (Pop Concerts in Saudi) পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। মক্কার এত কাছে মার্কিন গায়িকার কনসার্টকে অনেকে ‘লজ্জাজনক’ এবং ‘সরাসরি ইসলামকে অপমান’ হিসেবে অভিহিত করেছেন। তারা বলছেন, পবিত্র কাবার কাছাকাছি জায়গায় এমন আয়োজন করা মোটেও ঠিক হয়নি।

আরও পড়ুন: ২০২৫-২৬ ওমরাহ’র ক্যালেন্ডার প্রকাশ সউদির 

Pop Concerts in Saudi: মক্কার কাছে মার্কিন পপ তারকার কনসার্ট

শনিবার প্রথমে তিনি জেদ্দাহ কর্নিশ সার্কিটে ফর্মুলা ওয়ান চূড়ান্ত অনুশীলনে উপস্থিত হন । সেই সময় তাঁর পরনে ছিল চকচকে গোলাপি রঙের জিপ-ফ্রন্ট ক্যাটস্যুট । পরে কনসার্টে যোগ দেন তিনি। সেই সব ছবি ও ভিডিও সামনে আসার পর সোশ্যাল মাধ্যম এক্সে একজন লিখেছেন, ‘মক্কার এত কাছে খোলা পোশাকে এবং নাচের সঙ্গে এই ধরনের একটি পপ কনসার্ট আয়োজন অত্যন্ত অসম্মানজনক। সউদিকে অবশ্যই মনে রাখতে হবে ইসলামের পবিত্রতম স্থানের দায়িত্বে আছে তারা।’

 

Pahalgam Terror Attack: ‘পাকিস্তানিদের খুঁজে বের করে তাড়িয়ে দিন’ সব রাজ্যকে বার্তা অমিত শাহের

 

এর আগে গত বছরের ডিসেম্বরে এলি সাব ফ্যাশন শোর অংশ হিসেবে রিয়াদে গান পরিবেশন করেছিলেন জেনিফার লোপেজ। ওই সময়ও এ নিয়ে সমালোচনা হয়েছিল। কিন্তু সউদি সরকারের সাফাই তারা প্রিন্স সালমানের ভিশন -৩০ কে কার্যকর করতে এসব কিছু করছে। বিদেশিদের দিয়ে কনসার্টের পাশাপাশি, চলচিত্র উৎসব এবং বিভিন্ন খেলার ইভেন্টও আয়োজন করেছে সউদি।