০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নবাব সিরাজের সম্পত্তি রক্ষায় কমিটি গড়ল হাইকোর্ট

সুস্মিতা
  • আপডেট : ৭ মার্চ ২০২৫, শুক্রবার
  • / 33

মোল্লা জসিমউদ্দিন: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মুর্শিদাবাদে নবাব সিরাজ-উদ-দৌলার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তিন সদস্যের কমিটি গঠন করে দিল। দীর্ঘদিনের অভিযোগ নজরদারির অভাবে ভাগীরথীর গর্ভে তলিয়ে যাচ্ছে মুর্শিদাবাদে নবাব সিরাজ-উদ-দৌলার সম্পত্তি। এ ছাড়া অনেকে নবাব সিরাজের সম্পত্তি অবৈধভাবে জবরদখলও করে নিচ্ছে। এ নিয়ে মামলা দাখিল হয়েছে কলকাতা হাইকোর্টে। এ দিন এই মামলাতেই আর্কিওলজি বিভাগের একজন, হেরিটেজ বিভাগের একজন এবং মুর্শিদাবাদের একজন জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট সূত্রে জানা গেছে, কমিটির সদস্যরা এখন থেকে নবাবের সম্পত্তির তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন, স্থানটি পরিদর্শন করবেন এবং ৬ মাসের মধ্যে আদালতে রিপোর্টে জমা দেবেন।
বাংলা, ওড়িশা ও বিহারের শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলার সম্পত্তি বিশাল রয়েছে মুর্শিদাবাদে। রক্ষণাবেক্ষণের অভাবে সেই সম্পত্তি ভাগীরথীতে তলিয়ে যাচ্ছে। হচ্ছে বেদখলও। অথচ তা রক্ষা করার বিষয়ে রাজ্য সরকারের কোনও উদ্যোগ নেই বলে অভিযোগ। এ বিষয়েই মামলা গড়িয়েছিল হাইকোর্টে। ওই মামলাতেই গত বৃহস্পতিবার হেরিটেজ রক্ষার প্রশ্নে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এ প্রসঙ্গে রাইটার্স বিল্ডিং নিয়েও রাজ্যের পদক্ষেপ জানতে চেয়েছিল আদালত। আগের শুনানি পর্বে প্রধান বিচারপতি পর্যবেক্ষণ ‘হেরিটেজের জায়গায় বড় বড় হাইরাইজ বিল্ডিং তৈরি হচ্ছে। পুরনো ইতিহাস রক্ষার পরিবর্তে তা ভেঙে ফেলা হচ্ছে’! একইসঙ্গে বিচারপতিকে বলতে শোনা যায়, ‘যেকোনও কিছু ভেঙে ফেলা খুব সহজ। ৪৮ ঘণ্টায় ভেঙে ফেলতে পারবেন। কিন্তু ফেরাতে পারবেন না।’ এখন দেখার রাজ্য সরকার এই কমিটির মাধ্যমে কতটা উন্নয়ন ঘটায় হেরিটেজ সংরক্ষণে।
উল্লেখ্য, মুর্শিদাবাদের নবাবদের তৈরি মসজিদ, প্রাসাদ প্রভৃতির সংরক্ষণেও ব্যাপক গাফিলতির অভিযোগ রয়েছে। কিছু কিছু সম্পত্তি অবশ্য কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে আছে।

আরও পড়ুন: জয়মাল্য বাগচী হতে চলেছেন দেশের প্রধান বিচারপতি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবাব সিরাজের সম্পত্তি রক্ষায় কমিটি গড়ল হাইকোর্ট

আপডেট : ৭ মার্চ ২০২৫, শুক্রবার

মোল্লা জসিমউদ্দিন: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মুর্শিদাবাদে নবাব সিরাজ-উদ-দৌলার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তিন সদস্যের কমিটি গঠন করে দিল। দীর্ঘদিনের অভিযোগ নজরদারির অভাবে ভাগীরথীর গর্ভে তলিয়ে যাচ্ছে মুর্শিদাবাদে নবাব সিরাজ-উদ-দৌলার সম্পত্তি। এ ছাড়া অনেকে নবাব সিরাজের সম্পত্তি অবৈধভাবে জবরদখলও করে নিচ্ছে। এ নিয়ে মামলা দাখিল হয়েছে কলকাতা হাইকোর্টে। এ দিন এই মামলাতেই আর্কিওলজি বিভাগের একজন, হেরিটেজ বিভাগের একজন এবং মুর্শিদাবাদের একজন জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট সূত্রে জানা গেছে, কমিটির সদস্যরা এখন থেকে নবাবের সম্পত্তির তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন, স্থানটি পরিদর্শন করবেন এবং ৬ মাসের মধ্যে আদালতে রিপোর্টে জমা দেবেন।
বাংলা, ওড়িশা ও বিহারের শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলার সম্পত্তি বিশাল রয়েছে মুর্শিদাবাদে। রক্ষণাবেক্ষণের অভাবে সেই সম্পত্তি ভাগীরথীতে তলিয়ে যাচ্ছে। হচ্ছে বেদখলও। অথচ তা রক্ষা করার বিষয়ে রাজ্য সরকারের কোনও উদ্যোগ নেই বলে অভিযোগ। এ বিষয়েই মামলা গড়িয়েছিল হাইকোর্টে। ওই মামলাতেই গত বৃহস্পতিবার হেরিটেজ রক্ষার প্রশ্নে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এ প্রসঙ্গে রাইটার্স বিল্ডিং নিয়েও রাজ্যের পদক্ষেপ জানতে চেয়েছিল আদালত। আগের শুনানি পর্বে প্রধান বিচারপতি পর্যবেক্ষণ ‘হেরিটেজের জায়গায় বড় বড় হাইরাইজ বিল্ডিং তৈরি হচ্ছে। পুরনো ইতিহাস রক্ষার পরিবর্তে তা ভেঙে ফেলা হচ্ছে’! একইসঙ্গে বিচারপতিকে বলতে শোনা যায়, ‘যেকোনও কিছু ভেঙে ফেলা খুব সহজ। ৪৮ ঘণ্টায় ভেঙে ফেলতে পারবেন। কিন্তু ফেরাতে পারবেন না।’ এখন দেখার রাজ্য সরকার এই কমিটির মাধ্যমে কতটা উন্নয়ন ঘটায় হেরিটেজ সংরক্ষণে।
উল্লেখ্য, মুর্শিদাবাদের নবাবদের তৈরি মসজিদ, প্রাসাদ প্রভৃতির সংরক্ষণেও ব্যাপক গাফিলতির অভিযোগ রয়েছে। কিছু কিছু সম্পত্তি অবশ্য কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে আছে।

আরও পড়ুন: জয়মাল্য বাগচী হতে চলেছেন দেশের প্রধান বিচারপতি