০৭ জুলাই ২০২৫, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে খুন পুনের ব্যবসায়ী, সাইবার প্রতারণার শিকার ব্যবসায়ী

চামেলি দাস
  • আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, বুধবার
  • / 147

পুবের কলম, ওয়েবডেস্কঃ বিহারে খুন পুনের ব্যবসায়ী। ৫৫ বছর বয়সি পুনের ওই ব্যবসায়ীকে ভুয়ো ব্যবসার টোপ দিয়ে বিহারে ডেকে এনে খুন করা হয়েছে বলে খবর। এই ঘটনায় একজন মহিলা-সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, পুনের ৫৫ বছর বয়সি লক্ষ্মণ শিন্ডেকে পাটনা বিমানবন্দরের বাইরে থেকে অপহরণ কর হয়। তারপর খুন করা হয়। পাটনা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত জেহানাবাদ জেলা  থেকে ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন: হিন্দুদের ট্রাস্টে মুসলিমদের জায়গা দেবেন? ওয়াকফ মামলায় কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: ‘ভোটবন্দি’! বিহার ভোটের আগে নির্বাচন কমিশনের পদক্ষেপকে তীব্র আক্রমণ বিরোধীদের

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই খুনের সঙ্গে সাইবার প্রতারণা জড়িত রয়েছে। ১০০ কোটি টাকার একটি ভুয়ো ব্যবসার চুক্তি স্বাক্ষর করার জন্য ব্যবসায়ীকে পাটনায় ডাকা হয় বলে সূত্রের খবর। ১১ এপ্রিল লক্ষ্মণ শিন্ডে পুনে থেকে পাটনায় আসেন। পাটনা বিমানবন্দরে পৌঁছনোর পর থেকে তাঁর আরও কোনও খোঁজ পাওয়া যায়নি। সেদিন রাত ৮টার পর ব্যবসায়ীর ফোন বন্ধ হয়ে যায় বলেও খবর। এরপর ১২ এপ্রিল বাড়ির লোকজন পুনের কোথরুড থানায় অভিযোগ দায়ের করে।

আরও পড়ুন: পাঁচ বালককে বিবস্ত্র করে নির্যাতন, বিহারে প্রকাশ্যে নির্মমতা

পুনে পুলিশের একটি দল তদন্তের জন্য বিহারে আসে। স্থানীয় পুলিশের সাহায্যে শিন্ডের দেহ উদ্ধার করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ৩৭(২), ১৪০(৩) এবং ৬১(২) ধারায় অপহরণের মামলা দায়ের করা হয়েছে। পুনের ডেপুটি কমিশনার অফ পুলিশ সম্ভাজি কদম জানিয়েছেন, শিন্ডের দেহ ১৪ এপ্রিল জেহানাবাদ জেলার ঘোসি থানা এলাকায় পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, শিন্ডেকে ১২ এপ্রিল খুন করা হয়েছে।

আরও পড়ুন: বিহার নির্বাচন: ‘ইন্ডিয়া’-তে যোগ দিতে পারে ওয়াইসির মীম, সীমাঞ্চলে ২৪টি আসনের দাবি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারে খুন পুনের ব্যবসায়ী, সাইবার প্রতারণার শিকার ব্যবসায়ী

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বিহারে খুন পুনের ব্যবসায়ী। ৫৫ বছর বয়সি পুনের ওই ব্যবসায়ীকে ভুয়ো ব্যবসার টোপ দিয়ে বিহারে ডেকে এনে খুন করা হয়েছে বলে খবর। এই ঘটনায় একজন মহিলা-সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, পুনের ৫৫ বছর বয়সি লক্ষ্মণ শিন্ডেকে পাটনা বিমানবন্দরের বাইরে থেকে অপহরণ কর হয়। তারপর খুন করা হয়। পাটনা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত জেহানাবাদ জেলা  থেকে ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন: হিন্দুদের ট্রাস্টে মুসলিমদের জায়গা দেবেন? ওয়াকফ মামলায় কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: ‘ভোটবন্দি’! বিহার ভোটের আগে নির্বাচন কমিশনের পদক্ষেপকে তীব্র আক্রমণ বিরোধীদের

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই খুনের সঙ্গে সাইবার প্রতারণা জড়িত রয়েছে। ১০০ কোটি টাকার একটি ভুয়ো ব্যবসার চুক্তি স্বাক্ষর করার জন্য ব্যবসায়ীকে পাটনায় ডাকা হয় বলে সূত্রের খবর। ১১ এপ্রিল লক্ষ্মণ শিন্ডে পুনে থেকে পাটনায় আসেন। পাটনা বিমানবন্দরে পৌঁছনোর পর থেকে তাঁর আরও কোনও খোঁজ পাওয়া যায়নি। সেদিন রাত ৮টার পর ব্যবসায়ীর ফোন বন্ধ হয়ে যায় বলেও খবর। এরপর ১২ এপ্রিল বাড়ির লোকজন পুনের কোথরুড থানায় অভিযোগ দায়ের করে।

আরও পড়ুন: পাঁচ বালককে বিবস্ত্র করে নির্যাতন, বিহারে প্রকাশ্যে নির্মমতা

পুনে পুলিশের একটি দল তদন্তের জন্য বিহারে আসে। স্থানীয় পুলিশের সাহায্যে শিন্ডের দেহ উদ্ধার করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ৩৭(২), ১৪০(৩) এবং ৬১(২) ধারায় অপহরণের মামলা দায়ের করা হয়েছে। পুনের ডেপুটি কমিশনার অফ পুলিশ সম্ভাজি কদম জানিয়েছেন, শিন্ডের দেহ ১৪ এপ্রিল জেহানাবাদ জেলার ঘোসি থানা এলাকায় পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, শিন্ডেকে ১২ এপ্রিল খুন করা হয়েছে।

আরও পড়ুন: বিহার নির্বাচন: ‘ইন্ডিয়া’-তে যোগ দিতে পারে ওয়াইসির মীম, সীমাঞ্চলে ২৪টি আসনের দাবি