২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আর জি কর মামলায় মূল অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন, নিজেকে নির্দোষ দাবি সঞ্জয়ের

আবুল খায়ের
  • আপডেট : ৪ নভেম্বর ২০২৪, সোমবার
  • / 1

পুবের কলম, ওয়েব ডেস্কঃ আর জি কর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে সোমবার শিয়ালদহ আদালতে ধর্ষণ ও খুনের অভিযোগে চার্জ গঠন করা হয়। চার্জ গঠনের পর তিনমাস আগে গ্রেফতার হওয়া এই অভিযুক্তকে এদিন প্রিজন ভ্যানে তোলার সময়ে সে চিৎকার করে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে নিজেকে নির্দোষ বলে দাবি করে।

এদিন শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দয়ারা আদালত-১ বিচারক অর্নিবান দাসের এজলাসে সঞ্জয় রায়ের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৭৬(ধর্ষণ) ও ৩০২ (খুন) ধারায় চার্জ গঠন করা হয়েছে। সিবিআইয়ের তদন্তকারী দল সঞ্জয় রায়কেই এই মামলার মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে।

গত ৯ আগস্ট আর জি করের চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর ৮৭ দিনের মাথায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হল। আগামী ১১ নভেম্বর থেকে প্রত্যেক দিন শুনানি চলবে।

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আর জি কর মামলায় মূল অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন, নিজেকে নির্দোষ দাবি সঞ্জয়ের

আপডেট : ৪ নভেম্বর ২০২৪, সোমবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ আর জি কর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে সোমবার শিয়ালদহ আদালতে ধর্ষণ ও খুনের অভিযোগে চার্জ গঠন করা হয়। চার্জ গঠনের পর তিনমাস আগে গ্রেফতার হওয়া এই অভিযুক্তকে এদিন প্রিজন ভ্যানে তোলার সময়ে সে চিৎকার করে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে নিজেকে নির্দোষ বলে দাবি করে।

এদিন শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দয়ারা আদালত-১ বিচারক অর্নিবান দাসের এজলাসে সঞ্জয় রায়ের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৭৬(ধর্ষণ) ও ৩০২ (খুন) ধারায় চার্জ গঠন করা হয়েছে। সিবিআইয়ের তদন্তকারী দল সঞ্জয় রায়কেই এই মামলার মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে।

গত ৯ আগস্ট আর জি করের চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর ৮৭ দিনের মাথায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হল। আগামী ১১ নভেম্বর থেকে প্রত্যেক দিন শুনানি চলবে।