গ্রুপ সি পদে সমস্ত নিয়োগ বাতিল, নির্দেশিকা জারি রেলওয়ে বোর্ডের

- আপডেট : ৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
- / 6

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122
পুবের কলম ওয়েবডেস্ক: অনিয়মের অভিযোগে রেলের গ্রুপ সি পদে সমস্ত নিয়োগ বাতিল করা হল। ভারতীয় রেলওয়ে বোর্ডের তরফে নির্দেশিকা জারি করে এ কথা জানানো হয়েছে। রেলওয়ে বোর্ড ৪ মার্চ পর্যন্ত চূড়ান্ত এবং অনুমোদিত না হওয়া গ্রুপ সি পদে চাকরির জন্য এলডিসিই/জিডিসিই-সহ সমস্ত বিভাগীয় মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সমস্ত রেলওয়ে জ়োনের জেনারেল ম্যানেজারদের কাছে পাঠানো নির্দেশিকায় সে কথা জানিয়ে দেওয়া হয়েছে।পাশাপাশি ওই সার্কুলারে রেল বোর্ডের আরও উল্লেখ, “পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত আর কোনও নিয়োগ শুরু করা যাবে না। নিয়োগ নিয়ন্ত্রণের জন্য পরবর্তী নির্দেশাবলি যথাসময়ে জারি করা হবে ৷” সেই দিন রেলমন্ত্রক এই সমস্ত পরীক্ষা কম্পিউটার-ভিত্তিক যাতে আয়োজন করা হয়, তেমন নির্দেশ দিয়েছে রেল বোর্ড (RRB)-কে ৷
সম্প্রতি রেলের বিভাগীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। যে কারণে উত্তরপ্রদেশ থেকে ২৬ জন রেল আধিকারিককে গ্রেফতারও করা হয়। অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছিল ১ কোটি ১৭ লক্ষ টাকা। তারপরেই ৪ মার্চের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিলের কথা জানিয়েছে রেল বোর্ড।