২৪ মার্চ ২০২৫, সোমবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রমযান: বিভিন্ন পণ্যের দামে ৫০ শতাংশ  ছাড় সংযুক্ত আরব আমিরশাহী

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার
  • / 8

পুবের কলম ওয়েবডেস্ক: পবিত্র রমযান উপলক্ষে বিভিন্ন পণ্যের দাম ৫০ শতাংশ কমাবে সংযুক্ত আরব আমিরশাহীর কেয়ারফোর সুপারমার্কেট চেইন। খাদ্য, পানীয়, গৃহস্থালি এমনকি প্রযুক্তির বিভিন্ন পণ্যের ওপরও ৫০ শতাংশ  ছাড় থাকবে। রমযান উপলক্ষে প্রায় ৬ হাজার পণ্যের দাম ৫০ শতাংশ কমাতে চলেছে মধ্যপ্রাচ্যের ব্যবসায়ী মাজিদ আল ফুত্তাইম মালিকানাধীন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কেয়ারফোর সুপারমার্কেট চেইন।

রমযানের এ অফার ছয় সপ্তাহ ধরে চলবে। রমযান চলাকালীন বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডও আমিরশাহীতে ভালো অফার ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এক বিবৃতিতে কেয়ারেফার জানায়, রমযান উপলক্ষে চলবে ‘আমিরাতি ফ্রেশ ফেস্টিভাল’ যেখানে টাটকা শাকসবজি ও ফলমূলে ৩০ শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা। রমযানে এমিরেটস রেড ক্রিসেন্ট ও কেয়ারফোর যৌথভাবে আরেকটি মানবিক উদ্যোগ পরিচালনা করবে।

এর আওতায় কোনও গ্রাহক ইচ্ছে করলে কাউকে চিনি, চাল ও রান্না করার তেল দিতে পারবেন। কেয়ারফোরে-এর বাণিজ্যিক এবং অপারেশন প্রধান ক্রিস্টফ অর্সেটের কথায়, ‘আমরা স্টক এবং মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করে আমাদের সম্প্রদায়ের সমৃদ্ধি কামনা করি। আমরা এমিরেটস রেড ক্রিসেন্টের সঙ্গেও সহযোগিতা করছি যাতে রমযানের প্রয়োজনীয় জিনিসপত্রে ভরা বাক্সগুলি দরিদ্রদের মাঝে বিতরণ করা যায়।’

এদিকে আল আদিল ট্রেডিংয়ের চেয়ারম্যান ধনঞ্জয় দাতার জানান, মুসলিমদের সমর্থনে আমিরশাহীতে তাদের সংস্থাও বহু জিনিসের দাম কমিয়ে দেবে। গোটা রমযান মাস জুড়ে কম দামে পাওয়া যাবে, চালের গুঁড়ো, ছোলা, চিনি, জুস, সিরাপ ও টাটকা শাক-সবজি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রমযান: বিভিন্ন পণ্যের দামে ৫০ শতাংশ  ছাড় সংযুক্ত আরব আমিরশাহী

আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: পবিত্র রমযান উপলক্ষে বিভিন্ন পণ্যের দাম ৫০ শতাংশ কমাবে সংযুক্ত আরব আমিরশাহীর কেয়ারফোর সুপারমার্কেট চেইন। খাদ্য, পানীয়, গৃহস্থালি এমনকি প্রযুক্তির বিভিন্ন পণ্যের ওপরও ৫০ শতাংশ  ছাড় থাকবে। রমযান উপলক্ষে প্রায় ৬ হাজার পণ্যের দাম ৫০ শতাংশ কমাতে চলেছে মধ্যপ্রাচ্যের ব্যবসায়ী মাজিদ আল ফুত্তাইম মালিকানাধীন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কেয়ারফোর সুপারমার্কেট চেইন।

রমযানের এ অফার ছয় সপ্তাহ ধরে চলবে। রমযান চলাকালীন বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডও আমিরশাহীতে ভালো অফার ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এক বিবৃতিতে কেয়ারেফার জানায়, রমযান উপলক্ষে চলবে ‘আমিরাতি ফ্রেশ ফেস্টিভাল’ যেখানে টাটকা শাকসবজি ও ফলমূলে ৩০ শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা। রমযানে এমিরেটস রেড ক্রিসেন্ট ও কেয়ারফোর যৌথভাবে আরেকটি মানবিক উদ্যোগ পরিচালনা করবে।

এর আওতায় কোনও গ্রাহক ইচ্ছে করলে কাউকে চিনি, চাল ও রান্না করার তেল দিতে পারবেন। কেয়ারফোরে-এর বাণিজ্যিক এবং অপারেশন প্রধান ক্রিস্টফ অর্সেটের কথায়, ‘আমরা স্টক এবং মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করে আমাদের সম্প্রদায়ের সমৃদ্ধি কামনা করি। আমরা এমিরেটস রেড ক্রিসেন্টের সঙ্গেও সহযোগিতা করছি যাতে রমযানের প্রয়োজনীয় জিনিসপত্রে ভরা বাক্সগুলি দরিদ্রদের মাঝে বিতরণ করা যায়।’

এদিকে আল আদিল ট্রেডিংয়ের চেয়ারম্যান ধনঞ্জয় দাতার জানান, মুসলিমদের সমর্থনে আমিরশাহীতে তাদের সংস্থাও বহু জিনিসের দাম কমিয়ে দেবে। গোটা রমযান মাস জুড়ে কম দামে পাওয়া যাবে, চালের গুঁড়ো, ছোলা, চিনি, জুস, সিরাপ ও টাটকা শাক-সবজি।