শহরে বেপরোয়া বাসের দৌরাত্ম, সোমে তিনটি দুর্ঘটনা মৃত ২

- আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার
- / 17
পুবের কলম প্রতিবেদক: শহরে তিনটি দুর্ঘটনা। সোমবার ওয়েলিংটন, এক্সাইড মোড় ও তালতলায় ঘটে তিনটি দুর্ঘটনা। এদিন ওয়েলিংটন মোড়ে এক বৃদ্ধাকে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি স্কুলবাস। জানা গিয়েছে, বছর ষাটের এক বৃদ্ধা রাস্তা পার করছিলেন, সেই সময় দ্রুত গতিতে আসা স্কুলবাসটি ধাক্কা মারে বৃদ্ধাকে। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এক প্রত্যক্ষদর্শী বলেন, স্কুলবাসটি পড়ুয়াদের নামিয়ে দিয়ে দ্রুত গতিতে আসছিল। সজোরে বৃদ্ধাকে ধাক্কা মারে বাসটি। গাড়ির গতি কম থাকলে দুর্ঘটনাটি ঘটত না। বৃদ্ধারও মৃত্যু হত না।
এদিকে শহরের অন্যতম যানজটপূর্ণ এলাকা এক্সাইড মোড়ে দু’টি বাসের রেষারেষিতে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। জানা গিয়েছে, সোমবার সকাল ৯টা নাগাদ রাস্তা পার করছিলেন এক মহিলা। বাসের রেষারেষিতে ওই মহিলাকে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। রাস্তায় লুটিয়ে পড়েন মহিলা। তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই মহিলার মৃত্যু হয় বলে খবর। এক পথচারীর কথায়, রাস্তা পার হওয়ার সময়েই একটি বাস সজোরে এসে ধাক্কা মারে মহিলাকে। রাস্তায় ছিটকে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর পালিয়ে যায় বাসটি।
অন্যদিকে এদিন কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে যাওয়ার পথে তালতলায় দুর্ঘটনার কবলে পড়ে ডেপুটি মেয়র অতীন ঘোষের গাড়ি। এসএন ব্যানার্জি রোডে এক সরকারি বাস এসে ধাক্কা মারে ডেপুটি মেয়রের গাড়িতে। গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে সুস্থ আছেন অতীন ঘোষ। ডেপুটি মেয়র বলেছেন, তাঁর গাড়ি ডান দিক ঘেঁষেই যাচ্ছিল। ওই বাসটির যাওয়ার জন্য পর্যাপ্ত জায়গাও ছিল। তারপরও এই ঘটনা। যদিও এনিয়ে কোনও অভিযোগ দায়ের করেননি তিনি।