নিয়মিত তেল মাখলেই চুল পড়া বন্ধ হয়, কী বলছেন কেশচর্চা শিল্পীরা

- আপডেট : ২৩ মার্চ ২০২৫, রবিবার
- / 71
পুবের কলম, ওয়েবডেস্ক: আপনার চুল কি রুক্ষ্ণ? চুল পড়ার সমস্যায় ভুগছেন? নিয়মিত তেল মাখেন, তারপরও সমস্যার সমাধান হচ্ছে না। চুলের যত্ন নেওয়ার কথা উঠলেই প্রথমেই আমাদের মাথায় আসে চুলে তেল মাখা। আগেকার দিনে মা-ঠাকুরমারা চুলের যত্ন নিতে মাথায় ভাল করে তেল মাখিয়ে দিতেন। সেই পন্থা এখনও কেউ কেউ করে থাকেন। তেল মাখা কি চুলের জন্য উপকারী। সেই নিয়ে কিছু কিছু কেশচর্চা বিশারদ নিজেদের মতামত দিয়ে থাকেন। ঈষদুষ্ণ তেল হালকা হাতে মালিশ করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভাল হয়। রুক্ষভাবও উধাও হয়। চুল পড়া কি তাতে বন্ধ হয়? নতুন করে চুল কি গজায়? চুল বেড়ে ওঠে দৈর্ঘ্যে?
আরও পড়ুন: অরিজিতের অনুষ্ঠানে জারি নানা নিষেধাজ্ঞা, জেনে নিন কী কী সেই নিষেধাজ্ঞা
ধনকুবের অম্বানী পরিবারের বধূ নীতা অম্বানীর কেশচর্চা শিল্পী অমিত ঠাকুর একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন। চুলে তেল মাখার উপকারিতা নিয়ে তিনি ভিডিয়োতে জানিয়েছেন,”তেল মাখার উপকারিতা থাকলেও তা সবটা ঠিক নয়।”তবে তেল মাখার কি কোনও উপকারিতা নেই? তাঁর কথায় তেল কন্ডিশনারের কাজ করে। নরম এবং সুন্দর রাখতেও সাহায্য করে। চুল পড়া বন্ধ করে বা তেলে গুণে নতুন করে চুল গজায় এমনটা নয়।ডায়েট, পুষ্টি, হরমোনের ভারসাম্য বিগড়ে যাওয়ার মতো বিষয়গুলি চুল পড়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি জানিয়েছেন। চুলে সমস্যা দেখা দিলে সময় নষ্ট না করে ডাক্তারের পরামর্শ নিতেও বলেছেন কেশচর্চা শিল্পী অমিত ঠাকুর।