গরুমারায় শুরু গন্ডার শুমারি

- আপডেট : ৫ মার্চ ২০২৫, বুধবার
- / 6

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122
পুবের কলম প্রতিবেদক, লাটাগুড়ি: বুধবার থেকে গরুমারা জঙ্গলে শুরু হল গণ্ডার শুমারির কাজ। দীর্ঘ প্রায় সাড়ে চার বছর পর গরুমারায় গণ্ডার শুমারির কাজ শুরু হল। এদিন সকাল থেকে গন্ডার শুমারির কাজ শুরু করেন বনকর্মী ও স্বেচ্ছাসেবকরা। বন দফতর সূত্রে খবর, এদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বনকর্মী ও স্বেচ্ছাসেবকরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গণনার কাজ শুরু করেন। গরুমারা, চাপরামারি, লাটাগুড়ি, পানঝোরা, নাথুয়ার জঙ্গলে চলে গন্ডার গণনার কাজ। গরুমারার ২৬টি কুনকি হাতির পিঠে চড়ে বনদফতরের কর্মীরা জঙ্গলের আনাচে কানাচে গন্ডারের খোঁজ চালান। এ বিষয়ে গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানান, ‘দু’দিন অর্থাৎ ৫ ও ৬ তারিখ গরুমারায় গন্ডার শুমারির কাজ চলায় জঙ্গলে পর্যটকদের প্রবেশ বন্ধ থাকবে।’