১৯ মার্চ ২০২৫, বুধবার, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

৪০০ বাড়ি গুঁড়িয়ে তৈরি হবে সড়ক

সুস্মিতা
  • আপডেট : ৫ মার্চ ২০২৫, বুধবার
  • / 0

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122

থানের ৪৫ হাজার বাসিন্দা গৃহহীন হওয়ার আতঙ্কে প্রতিবাদে সামিল

মুম্বই: মহারাষ্ট্রের থানে জেলায় পুর কর্তৃপক্ষের জনবিরোধী নীতির ফলে সেখানকার বাসিন্দা অন্তত ৪৫ হাজার মানুষকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছে। থানে মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার প্রাচীন আবাসন সোসাইটিগুলির বাসিন্দাদের উচ্ছেদ করে এলাকায় একটি রাস্তা নির্মাণের পরিকল্পনা নিয়েছে। ঘনবসতিপূর্ণ এই এলাকার বাসিন্দারা গৃহহীন হওয়ার আতঙ্কে আতঙ্কিত। একইসঙ্গে ব্যাপক প্রতিবাদে সামিল।
সূত্রের খবর, স্থানীয় মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রস্তাবিত ওই সড়ক নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে সরব প্রতিবাদকারীরা শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির ছাতার নীচে একত্র হয়ে প্রতিবাদরত। এনসিপির জাতীয় সাধারণ সম্পাদক তথা স্থানীয় বিধায়ক ড. জিতেন্দ্র আওহাদ বলেছেন, ‘অবিলম্বে পুর কর্তৃপক্ষকে সড়ক নির্মাণের পরিকল্পনা বাতিল করতে হবে। মানুষকে গৃহহীন বানিয়ে পরিকাঠামোগত উন্নয়ন করা চলবে না’। প্রসঙ্গত, থানের অন্তর্গত কালওয়া এবং খাড়িগাঁওয়ের আবাসন সোসাইটিগুলিতে প্রায় ৪০০টি বাড়ি রয়েছে। সড়ক নির্মাণ করতে হলে এই বাড়িগুলি গুঁড়িয়ে দেওয়া হবে।
স্থানীয় বিধায়ক জিতেন্দ্র আওহাদ জানিয়েছেন, গত বিধানসভা অধিবেশনে এপ্রসঙ্গ উত্থাপন করেন তিনি। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়বনীশ তদন্তের প্রতিশ্রুতি দিলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এপর্যন্ত। সড়ক নির্মাণের প্রকল্প বাতিল না হলে এলাকায় জন আন্দোলন গড়ে তোলা হবে। আমরা উন্নয়নের বিপক্ষে নই, আমরা জনবিরোধী উন্নয়নের বিপক্ষে।
স্থানীয় বাসিন্দারা গৃহহারা হওয়ার আতঙ্কে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে পথে নেমে প্রতিবাদরত। উচ্ছেদের বিরোধিতায় হাজার হাজার মানুষ শ্লোগানে মুখর। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে রাজ্য সরকারকে হস্তক্ষেপ করতে হবে। এলাকার বাসিন্দাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে। এসম্পর্কে যদিও ফড়নবীশের সরকার এখনও উদাসীন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৪০০ বাড়ি গুঁড়িয়ে তৈরি হবে সড়ক

আপডেট : ৫ মার্চ ২০২৫, বুধবার

থানের ৪৫ হাজার বাসিন্দা গৃহহীন হওয়ার আতঙ্কে প্রতিবাদে সামিল

মুম্বই: মহারাষ্ট্রের থানে জেলায় পুর কর্তৃপক্ষের জনবিরোধী নীতির ফলে সেখানকার বাসিন্দা অন্তত ৪৫ হাজার মানুষকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছে। থানে মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার প্রাচীন আবাসন সোসাইটিগুলির বাসিন্দাদের উচ্ছেদ করে এলাকায় একটি রাস্তা নির্মাণের পরিকল্পনা নিয়েছে। ঘনবসতিপূর্ণ এই এলাকার বাসিন্দারা গৃহহীন হওয়ার আতঙ্কে আতঙ্কিত। একইসঙ্গে ব্যাপক প্রতিবাদে সামিল।
সূত্রের খবর, স্থানীয় মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রস্তাবিত ওই সড়ক নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে সরব প্রতিবাদকারীরা শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির ছাতার নীচে একত্র হয়ে প্রতিবাদরত। এনসিপির জাতীয় সাধারণ সম্পাদক তথা স্থানীয় বিধায়ক ড. জিতেন্দ্র আওহাদ বলেছেন, ‘অবিলম্বে পুর কর্তৃপক্ষকে সড়ক নির্মাণের পরিকল্পনা বাতিল করতে হবে। মানুষকে গৃহহীন বানিয়ে পরিকাঠামোগত উন্নয়ন করা চলবে না’। প্রসঙ্গত, থানের অন্তর্গত কালওয়া এবং খাড়িগাঁওয়ের আবাসন সোসাইটিগুলিতে প্রায় ৪০০টি বাড়ি রয়েছে। সড়ক নির্মাণ করতে হলে এই বাড়িগুলি গুঁড়িয়ে দেওয়া হবে।
স্থানীয় বিধায়ক জিতেন্দ্র আওহাদ জানিয়েছেন, গত বিধানসভা অধিবেশনে এপ্রসঙ্গ উত্থাপন করেন তিনি। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়বনীশ তদন্তের প্রতিশ্রুতি দিলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এপর্যন্ত। সড়ক নির্মাণের প্রকল্প বাতিল না হলে এলাকায় জন আন্দোলন গড়ে তোলা হবে। আমরা উন্নয়নের বিপক্ষে নই, আমরা জনবিরোধী উন্নয়নের বিপক্ষে।
স্থানীয় বাসিন্দারা গৃহহারা হওয়ার আতঙ্কে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে পথে নেমে প্রতিবাদরত। উচ্ছেদের বিরোধিতায় হাজার হাজার মানুষ শ্লোগানে মুখর। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে রাজ্য সরকারকে হস্তক্ষেপ করতে হবে। এলাকার বাসিন্দাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে। এসম্পর্কে যদিও ফড়নবীশের সরকার এখনও উদাসীন।