সম্ভল হিংসা: জামা মসজিদের সভাপতিকে আটক করল যোগী পুলিশ

- আপডেট : ২৩ মার্চ ২০২৫, রবিবার
- / 146
পুবের কলম, ওয়েবডেস্ক: সম্ভল হিংসায় এবার শাহী জামা মসজিদের সভাপতিকে আটক করল পুলিশ। রবিবার মসজিদ কমিটির প্রধান জাফর আলীকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। সূত্রের খবর, ২৪ নভেম্বরের হিংসার ঘটনায় তার বয়ান রেকর্ড করতে চায় তদন্তকারীরা। মসজিদ কমিটির সভাপতিকে কি গ্রেফতার করা হয়েছে! এবিষয়ে সম্ভলের কোতোয়ালির ইনচার্জ অনুজ কুমার তোমর এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, জাফর আলীর বয়ান রেকর্ড করার জন্য তাকে সিট হেফাজতে নিয়েছে।
আরও পড়ুন: টাকার পাহাড় নিয়ে প্রকাশ্যে ভিডিয়ো, ‘ফাঁসানো হচ্ছে’ দাবি বিচারপতির
প্রসঙ্গত, গত বছরের ২৪ নভেম্বর আদালতের নির্দেশে মসজিদ জরিপ করাকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তারপরই সহিংসতা ছড়িয়ে পড়ে গোটা সম্ভলে। ঘটনায় চারজন নিহত এবং পুলিশকর্মী-সহ বেশ কয়েকজন আহত হন। সহিংসতার পর এখনও ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।