দেশের কোনায় কোনায় পৌঁছতে হবে: কর্মীদের সর্বস্পর্শী হতে বললেন সঙ্ঘ প্রচারক

- আপডেট : ২২ মার্চ ২০২৫, শনিবার
- / 66
পুবের কলম, ওয়েবডেস্ক: সর্বস্পর্শী হয়ে দেশের প্রতিটা মানুষের কাছে পৌঁছতে হবে। আরএসএস-এর বার্ষিকী সভায় সংগঠনের বিস্তার করতে লক্ষ্য বেঁধে দিলেন সঙ্ঘের অন্যতম প্রচারক অরুণ কুমার। তাঁর বক্তব্য, “১৯২৫ সালে সঙ্ঘের কাজ শুরু হয়েছিল। সত্তর সাল নাগাদ প্রতিটি জেলা ও ১৯৯৬ সালে প্রতিটি ব্লকে সঙ্ঘ নিজেদের শাখা খুলে ফেলেছে। তবে এটি গোটাটাই ভৌগলিক। এবার আমাদের সর্বস্পর্শী সর্বব্যাপী হতে হবে এবং দেশের প্রতিটা মানুষের কাছে পৌঁছে যেতে হবে।”
তিনদিন ব্যাপী আরএসএস-এর বার্ষিকী সম্মেলন শুরু হয়েছে বেঙ্গালুরুতে। ‘অখিল ভারতীয় প্রতিনিধি সভা’য় সঙ্ঘ প্রচারক অরুণ কুমার জানিয়েছেন, “আরএসএস কোনও সংগঠন নয়, এটা সমাজ পরিবর্তনের একটা গণআন্দোলন। আর আমাদের চূড়ান্ত লক্ষ্য হল এই সমাজের মঙ্গল। এটা সম্ভব শুধুমাত্র মানুষের প্রয়াসের মধ্যে দিয়ে। গত শতবর্ষ ধরে এই কাজটাই আমরা করে আসছি।’