হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের
রাজীব গান্ধির নামে বিমানবন্দরের নাম, ক্ষোভপ্রকাশ বিজেপি নেতার

- আপডেট : ২৪ মার্চ ২০২৫, সোমবার
- / 74
পুবের কলম,ওয়েবডেস্ক: হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম রাজীব গান্ধির নামে নামকরণ হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি নেতা সৈয়দ শাহনওয়াজ হুসেন। জানান, প্রাক্তন প্রধানমন্ত্রীর কোনও অবদান না থাকা সত্ত্বেও তার নামে নামকরণ হয়েছে বিমানবন্দরের।
‘বিহার দিবস ২০২৫’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হুসেন বিমানবন্দর নির্মাণে তিন ব্যক্তির অবদানের কথা তুলে ধরেন। বলেন, প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ, তৎকালীন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং তাঁর নিজের কারণে হায়দরাবাদ বিমানবন্দর এতো সুন্দর করে নির্মাণ হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হত।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নির্মাণ তদারকি এবং সেটি সময় মতো যাতে সম্পাতি হতে পারে তা নিশ্চিত করতে সাপ্তাহিকভাবে বৈঠক করতেন। ২০০৮ সালে হায়দরাবাদ বিমানবন্দর উদ্বোধনের সময় মূল অবদানকারীদের নাম বাদ দেওয়ায় বিজেপি নেতা হতাশা ব্যক্ত করেন। তৎকালীন চেয়ারপারসন সোনিয়া গান্ধির নেতৃত্বে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ফার্নান্ডেজ, নাইডু বা তাঁর প্রচেষ্টাকে স্বীকৃতি না দিয়েই বিমানবন্দরটির নাম রাজীব গান্ধির নামে রেখেছিল। যা অনুচিত।