০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

উৎসবে সিল্কের শাড়ি আপনাকে আরও সুন্দর করে তুলবে, কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো দেখে নেবেন

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ মার্চ ২০২৫, সোমবার
  • / 99

পুবের কলম, ওয়েবডেস্ক: ‘নারী শাড়িতে সুন্দর’ হামেশাই একথা আমরা শুনে থাকি। উৎসব হোক বা অফিস যে কোনও পরিবেশে শাড়ি নারীর সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। আর হাতে গোনা মাত্র ক’টা দিন বাকি ঈদের। উৎসবে-অনুষ্ঠানে নতুন পোশাক চাই। আর শাড়ি থাকবে না তা কি কখনও হতে পারে? আর আপনি যদি সিল্কে শাড়ি কিনতে চান, কোন কোন বিষয়ের ওপর নজর দেবেন। কীভাবে চিনবেন পিওর সিল্ক কোনগুলো। অনেক সময়ই পিওর সিল্ক ভেবে শাড়ি কিনে ঠকে যান অনেকে। তাই জেনে নিন, কোন কোন দিক খতিয়ে দেখে পিওর সিল্কের শাড়ি কিনবেন।

আরও পড়ুন: টিআরপির খেলায় হয়রানি, ক্ষমা চাওয়া উচিত মিডিয়ার: সুশান্ত মামলায় মুক্তি পেতেই রিয়ার পাশে দিয়া

আরও পড়ুন: সাবধান! পুরুষের তুলনায় নারীদের কান খাড়া! প্রমাণিত গবেষণায়

বাজারে হাজার রকমের পিওর সিল্ক বিক্রি হয়। তার উপর রয়েছে সেমি পিওর সিল্ক শাড়ি। অসাধু ব্যবসায়ীরা আবার বেসি দাম নিয়ে নকল পিওর সিল্ক বিক্রি করেন। আসল পিওর সিল্ক বুঝবেন কী করে? আসল পিওর সিল্ক আপনি স্পর্শ করলেই বুঝতে পারবেন। পিওর সিল্ক খুব মোলায়েম হয়। সেই সঙ্গে ঠান্ডাও হয়। সিন্থেটিক শাড়ি সে তুলনায় মোলায়েম হয় না। খসখসে একটা ভাব থাকে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে গৃহবন্দি মিরওয়াজ ওমর ফারুক, পড়তে দেওয়া হয়নি নামাজ

পিওর সিল্কের কোঁচকানো খুব তাড়াতাড়ি চলে যায়। কিন্তু সিন্থটিক হলে তা দূর হতে সময় লাগে। সেই কোঁচকানো ইস্ত্রি ছাড়া দূর হয়না। আসল সিল্কের শাড়িতে জল দিলেও বোঝা যায়। জল বেশি দূর ছড়ায় না। শুষে নেয় তাড়াতাড়ি। আর সিন্থেটিক শাড়ির উপর জল ছড়ায় বেশি। শুকতেও সময় নেয়। পিওর সিল্কের পরিচয় তার ঔজ্জ্বল্যে। উজ্জ্বল রংয়ের হলেও খুব একটা চকচকে হয় না। সিন্থেটিক শাড়ির ঔজ্জ্বল্য তুলনামূলকভাবে অনেক বেশি হয়। তাই নিজের ওয়ার্ডরোবে সিল্কের শাড়ি রাখতে হলে এইসব বিষয়গুলো অবশ্যই দেখে নেবেন। শাড়ি পরুন আর নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলুন।

আরও পড়ুন: Eid ul-Fitr-এ ঘরে ফেরার তাড়া, বাদুড়ঝোলা ভিড় ট্রেন-বাসে

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উৎসবে সিল্কের শাড়ি আপনাকে আরও সুন্দর করে তুলবে, কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো দেখে নেবেন

আপডেট : ২৪ মার্চ ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ‘নারী শাড়িতে সুন্দর’ হামেশাই একথা আমরা শুনে থাকি। উৎসব হোক বা অফিস যে কোনও পরিবেশে শাড়ি নারীর সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। আর হাতে গোনা মাত্র ক’টা দিন বাকি ঈদের। উৎসবে-অনুষ্ঠানে নতুন পোশাক চাই। আর শাড়ি থাকবে না তা কি কখনও হতে পারে? আর আপনি যদি সিল্কে শাড়ি কিনতে চান, কোন কোন বিষয়ের ওপর নজর দেবেন। কীভাবে চিনবেন পিওর সিল্ক কোনগুলো। অনেক সময়ই পিওর সিল্ক ভেবে শাড়ি কিনে ঠকে যান অনেকে। তাই জেনে নিন, কোন কোন দিক খতিয়ে দেখে পিওর সিল্কের শাড়ি কিনবেন।

আরও পড়ুন: টিআরপির খেলায় হয়রানি, ক্ষমা চাওয়া উচিত মিডিয়ার: সুশান্ত মামলায় মুক্তি পেতেই রিয়ার পাশে দিয়া

আরও পড়ুন: সাবধান! পুরুষের তুলনায় নারীদের কান খাড়া! প্রমাণিত গবেষণায়

বাজারে হাজার রকমের পিওর সিল্ক বিক্রি হয়। তার উপর রয়েছে সেমি পিওর সিল্ক শাড়ি। অসাধু ব্যবসায়ীরা আবার বেসি দাম নিয়ে নকল পিওর সিল্ক বিক্রি করেন। আসল পিওর সিল্ক বুঝবেন কী করে? আসল পিওর সিল্ক আপনি স্পর্শ করলেই বুঝতে পারবেন। পিওর সিল্ক খুব মোলায়েম হয়। সেই সঙ্গে ঠান্ডাও হয়। সিন্থেটিক শাড়ি সে তুলনায় মোলায়েম হয় না। খসখসে একটা ভাব থাকে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে গৃহবন্দি মিরওয়াজ ওমর ফারুক, পড়তে দেওয়া হয়নি নামাজ

পিওর সিল্কের কোঁচকানো খুব তাড়াতাড়ি চলে যায়। কিন্তু সিন্থটিক হলে তা দূর হতে সময় লাগে। সেই কোঁচকানো ইস্ত্রি ছাড়া দূর হয়না। আসল সিল্কের শাড়িতে জল দিলেও বোঝা যায়। জল বেশি দূর ছড়ায় না। শুষে নেয় তাড়াতাড়ি। আর সিন্থেটিক শাড়ির উপর জল ছড়ায় বেশি। শুকতেও সময় নেয়। পিওর সিল্কের পরিচয় তার ঔজ্জ্বল্যে। উজ্জ্বল রংয়ের হলেও খুব একটা চকচকে হয় না। সিন্থেটিক শাড়ির ঔজ্জ্বল্য তুলনামূলকভাবে অনেক বেশি হয়। তাই নিজের ওয়ার্ডরোবে সিল্কের শাড়ি রাখতে হলে এইসব বিষয়গুলো অবশ্যই দেখে নেবেন। শাড়ি পরুন আর নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলুন।

আরও পড়ুন: Eid ul-Fitr-এ ঘরে ফেরার তাড়া, বাদুড়ঝোলা ভিড় ট্রেন-বাসে