ক্রিজে বেশিক্ষণ সময় কাটাও, রোহিতকে পরামর্শ গাভাসকরের

- আপডেট : ৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
- / 6
পুবের কলম ওয়েব ডেস্ক : রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। দল ফাইনালে উঠলেও টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার ফর্ম নিয়ে চিন্তা কাটছে না। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পরে অধিনায়ক রোহিতের পাশে দাঁড়িয়েছেন দলের কোচ গৌতম গম্ভীর। তবে তাঁর সঙ্গে সহমত পোষণ করছেন না কিংবদন্তী সুনীল গাভাসকর।তাঁর মতে, নিজের ব্যাটিং নিয়ে রোহিতকে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে।
এক প্রতিক্রিয়ায় গাভাসকর বলেন, ” মাঠে নেমেই বড় শট মারার চেষ্টা থেকে বিরত থাকতে হবে রোহিতকে। ওকে চেষ্টা করতে হবে, মাটি কামড়ে ক্রিজে পড়ে থাকার। ক্রিজে থাকলে বড় শট মারার সুযোগ ঠিক পাওয়া যাবে।’
দেশের প্রাক্তন অধিনায়ক আরও বলেন, ” রোহিতের হাতে অনেক ধরনের শট রয়েছে। কিন্তু গত বছর দু’য়েক ধরে দেখছি ও শুধু বল মাঠের বাইরে পাঠানোর দিকে মন দিচ্ছে। এই নীতিতে রোহিত খুব একটা সফল হয়নি। বেশিক্ষণ ক্রিজে থাকলে এমনিই রান আসবে।”