২৩ নভেম্বর ২০২৫, রবিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
পুজোর আগেই চালু হবে নয়া ইউনিট

এবার ভিআইপি চিকিৎসা মিলবে SSKM-এর নয়া ভবনে

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, রবিবার
  • / 786

পুবের কলম ওয়েবডেস্ক: কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM) গড়ে উঠছে দশতলা অত্যাধুনিক হাসপাতাল। আর এখানে মিলবে ভিআইপি সব পরিষেবা। কিন্তু খরচ হবে ৮৫ থেকে ৮০ শতাংশ কমে। পুজোর আগেই এই ইউনিট খোলা হবে।জানা যাচ্ছে, রাজ্যের প্রথমসারির সব চিকিৎসকরা থাকবে এখানে। তার সাথে সুসজ্জিত কেবিন, আইসিইউ, এইচডিইউ ও ভিআইপি সুই। এছাড়া কেবিন থেকে দেখা যাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নজরকাড়া দৃশ্য। শুধু তাই নয়, চিকিৎসকের মান থাকবে কর্পোরেট হাসপাতালের মতই। কিন্তু খরচ হবে অনেকটাই কম। হাসপাতালের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, পুজোর আগেই এই হাসপাতালের (SSKM) প্রথম চারটি তলা খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। আর ধাপে ধাপে তৈরি হবে গোটা বিল্ডিং। ২০২৩ সালের ২৩শে নভেম্বর এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল। আর বাস্তবে সেটি চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে।

আরও পড়ুন: দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন, ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুখ্যসচিবের

আরও পড়ুন: গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন

এখনো পর্যন্ত যা খবর, সর্বোচ্চ তলায় আটটি ভিআইপি সুইট থাকবে। ১০২টি কেবিন থাকবে, ৫টি এইচডিইউ ইউনিট থাকবে, ১৬টি আইসিইউ বেড থাকবে। এছাড়া রিকভারি বেডসহ মোট ১৩১টি বেড থাকবে। যদিও কেবিনের ভাড়া এখনো চূড়ান্ত করা হয়নি। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই পরিষেবার খরচ হবে সাধারণ মানুষের একদম নাগালের মধ্যে। এক সময় এসএসকেএম-এর (SSKM) উডবার্ন ওয়ার্ডে ভিআইপি ছাড়া প্রবেশ কঠিন ছিল, সেই জায়গা এখন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। উডবার্ন ওয়ার্ডে তিন ধরনের কেবিন রয়েছে। ২০০০ টাকা, ২৫০০ টাকা এবং ৪০০০ টাকার। আর এখন সেই ওয়ার্ডে চালু হয়েছে ওটি ও আইসিইউ পরিষেবা।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুজোর আগেই চালু হবে নয়া ইউনিট

এবার ভিআইপি চিকিৎসা মিলবে SSKM-এর নয়া ভবনে

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM) গড়ে উঠছে দশতলা অত্যাধুনিক হাসপাতাল। আর এখানে মিলবে ভিআইপি সব পরিষেবা। কিন্তু খরচ হবে ৮৫ থেকে ৮০ শতাংশ কমে। পুজোর আগেই এই ইউনিট খোলা হবে।জানা যাচ্ছে, রাজ্যের প্রথমসারির সব চিকিৎসকরা থাকবে এখানে। তার সাথে সুসজ্জিত কেবিন, আইসিইউ, এইচডিইউ ও ভিআইপি সুই। এছাড়া কেবিন থেকে দেখা যাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নজরকাড়া দৃশ্য। শুধু তাই নয়, চিকিৎসকের মান থাকবে কর্পোরেট হাসপাতালের মতই। কিন্তু খরচ হবে অনেকটাই কম। হাসপাতালের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, পুজোর আগেই এই হাসপাতালের (SSKM) প্রথম চারটি তলা খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। আর ধাপে ধাপে তৈরি হবে গোটা বিল্ডিং। ২০২৩ সালের ২৩শে নভেম্বর এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল। আর বাস্তবে সেটি চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে।

আরও পড়ুন: দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন, ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুখ্যসচিবের

আরও পড়ুন: গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন

এখনো পর্যন্ত যা খবর, সর্বোচ্চ তলায় আটটি ভিআইপি সুইট থাকবে। ১০২টি কেবিন থাকবে, ৫টি এইচডিইউ ইউনিট থাকবে, ১৬টি আইসিইউ বেড থাকবে। এছাড়া রিকভারি বেডসহ মোট ১৩১টি বেড থাকবে। যদিও কেবিনের ভাড়া এখনো চূড়ান্ত করা হয়নি। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই পরিষেবার খরচ হবে সাধারণ মানুষের একদম নাগালের মধ্যে। এক সময় এসএসকেএম-এর (SSKM) উডবার্ন ওয়ার্ডে ভিআইপি ছাড়া প্রবেশ কঠিন ছিল, সেই জায়গা এখন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। উডবার্ন ওয়ার্ডে তিন ধরনের কেবিন রয়েছে। ২০০০ টাকা, ২৫০০ টাকা এবং ৪০০০ টাকার। আর এখন সেই ওয়ার্ডে চালু হয়েছে ওটি ও আইসিইউ পরিষেবা।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার