১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নিউ টাউনে পশু হাসপাতাল গড়বে রাজ্য

চামেলি দাস
  • আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার
  • / 45

পুবের কলম, ওয়েবডেস্ক: নিউ টাউনে আরও একটি সুপার স্পেশালিটি পশু হাসপাতাল গড়বে রাজ্য সরকার। সে’ানে চিকিৎসা করা হবে পশুপাখিদের। এটি হতে চলেছে রাজ্যের সপ্তম সরকারি পশু হাসপাতাল। অত্যাধুনিক এই হাসপাতাল গড়ে তোলা হবে নিউ টাউনে। সেখানে একটি অপারেশন থিয়েটার থাকবে। যেখানে পশুপাখিদের বিভিন্ন ধরনের জটিল অস্ত্রোপচার করার ব্যবস্থা থাকবে। নয়া এই হাসপাতালে থাকবে একটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং এক্স-রে, বিভিন্ন ধরনের রক্তপরীক্ষা, সাধারণ টিকাকরণ ও অন্যান্য সমস্ত জরুরি পরিষেবা প্রদানের ব্যবস্থা।

আরও পড়ুন: ঈদের দিন মেট্রো পরিষেবায় বদল

সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ এই প্রসঙ্গে  জানিয়েছেন, ‘ইতিমধ্যেই আমাদের দফতর ও এনকেডিএ-র মধ্যে একটি মউ স্বাক্ষর করা হয়েছে। নিউ টাউনে আমাদের দফতর ওই সুপারস্পেশালিটি পশু হাসপাতাল চালাবে। এই কাজে খরচ করার জন্য আমরা পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে ১৫ কোটি টাকা চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদন অনুসারে, বিষয়টি নিয়ে সম্প্রতি একটি বৈঠক করে নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনকেডিএ)। সেই বৈঠকে স্থির করা হয়, ইকো পার্কের কাছেই পাঁচতলা একটি ভবন নির্মাণ করা হবে এবং সেই ভবনেই এই নয়া হাসপাতাল গড়ে তোলা হবে। যৌথভাবে এই হাসপাতাল পরিচালনার দায়িত্বে থাকবে রাজ্য পশু সম্পদ উন্নয়ন দফতর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিউ টাউনে পশু হাসপাতাল গড়বে রাজ্য

আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: নিউ টাউনে আরও একটি সুপার স্পেশালিটি পশু হাসপাতাল গড়বে রাজ্য সরকার। সে’ানে চিকিৎসা করা হবে পশুপাখিদের। এটি হতে চলেছে রাজ্যের সপ্তম সরকারি পশু হাসপাতাল। অত্যাধুনিক এই হাসপাতাল গড়ে তোলা হবে নিউ টাউনে। সেখানে একটি অপারেশন থিয়েটার থাকবে। যেখানে পশুপাখিদের বিভিন্ন ধরনের জটিল অস্ত্রোপচার করার ব্যবস্থা থাকবে। নয়া এই হাসপাতালে থাকবে একটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং এক্স-রে, বিভিন্ন ধরনের রক্তপরীক্ষা, সাধারণ টিকাকরণ ও অন্যান্য সমস্ত জরুরি পরিষেবা প্রদানের ব্যবস্থা।

আরও পড়ুন: ঈদের দিন মেট্রো পরিষেবায় বদল

সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ এই প্রসঙ্গে  জানিয়েছেন, ‘ইতিমধ্যেই আমাদের দফতর ও এনকেডিএ-র মধ্যে একটি মউ স্বাক্ষর করা হয়েছে। নিউ টাউনে আমাদের দফতর ওই সুপারস্পেশালিটি পশু হাসপাতাল চালাবে। এই কাজে খরচ করার জন্য আমরা পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে ১৫ কোটি টাকা চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদন অনুসারে, বিষয়টি নিয়ে সম্প্রতি একটি বৈঠক করে নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনকেডিএ)। সেই বৈঠকে স্থির করা হয়, ইকো পার্কের কাছেই পাঁচতলা একটি ভবন নির্মাণ করা হবে এবং সেই ভবনেই এই নয়া হাসপাতাল গড়ে তোলা হবে। যৌথভাবে এই হাসপাতাল পরিচালনার দায়িত্বে থাকবে রাজ্য পশু সম্পদ উন্নয়ন দফতর।