মহাকাশে ৯ মাস আটকে থেকে পৃথিবীতে সুনিতা

- আপডেট : ১৯ মার্চ ২০২৫, বুধবার
- / 150
সফল অবতরণ মাস্ক-যানের
পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ ন’মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার পর পৃথিবীতে সুনীতা উইলিয়ামসরা। এদিন আমেরিকার ফ্লরিডা উপকূলে নামেন সুনীতা-সহ চার মহাকাশচারী। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর সাড়ে ৩টে। গোটা সফর শেষ করতে সময় লেগেছে ১৭ ঘণ্টা।
দুজন গত বছরের জুন মাস থেকে আইএসএসে রয়েছেন। আট দিনের মহাকাশ মিশনে সেখানে যান তাঁরা। কিন্তু বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে ত্রুটির কারণে তাঁরা আটকা পড়েন। সুনিতা বলেন, ‘এটা আমার ও বুচের তৃতীয়বারের মতো আইএসএস সফর ছিল। (আইএসএসের) বিভিন্ন অংশ একত্র করতে আমরা সহায়তা করেছি। এখান থেকে আমরা এটিকে বদলে যেতে দেখেছি। এখানে বসবাস করাটা আমাদের এক অনন্য দৃষ্টিভঙ্গি দিয়েছে—শুধু জানালার বাইরের দৃশ্যই নয়, সমস্যার সমাধান কীভাবে করতে হবে, সেটাও শিখিয়েছে। চলে যাওয়ার সময় আমি এই অনুপ্রেরণা ও দৃষ্টিভঙ্গিগুলো হারাতে চাই না। তাই যেভাবে হোক, আমি এগুলো স্মৃতিতে রেখে দেব।’