সুনীতা উইলিয়ামসকে ‘ভারতরত্ন’ দেওয়া হোক, বিধানসভায় দাবি মুখ্যমন্ত্রীর

- আপডেট : ১৯ মার্চ ২০২৫, বুধবার
- / 100
পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ ন’মাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকার পর পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামসরা। এদিন আমেরিকার ফ্লরিডা উপকূলে নামেন সুনীতা-সহ চার মহাকাশচারী। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর সাড়ে ৩টে। গোটা সফর শেষ করতে সময় লেগেছে ১৭ ঘণ্টা। এই সাফল্যে সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘সুনীতা উইলিয়ামস ও তাঁর বন্ধুদের শুভেচ্ছা। আট দিনে যাঁদের ফেরার কথা, তাঁরা ৯ মাস পরে ফিরে এল। তাঁদের ধৈর্য ও শারীরিক সক্ষমতা প্রচুর। তাঁদের ফেরানোর বিষয়ে উদ্যোগী হওয়া সমস্ত সংস্থা ও দেশকে অভিনন্দন।’ এরপরই ভারতীয় বংশোদ্ভুত মার্কিন মহাকাশচারীকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার দাবি জানান তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সুনীতা উইলিয়ামস সহ ওঁদের মহাসম্মান জানাচ্ছি। তাঁকে ভারতরত্ন দেওয়া হোক।”