১৯ মার্চ ২০২৫, বুধবার, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা নিয়ন্ত্রণে পদক্ষেপের নির্দেশ শীর্ষ আদালতের

সুস্মিতা
  • আপডেট : ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার
  • / 1

নয়াদিল্লি: ইউটিউব-সহ অন্যান্য সামাজিক গণমাধ্যমে অশ্লীলতা নিয়ন্ত্রণের জন্য কেন্দ্র সরকারকে পদক্ষেপের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার এক মামলার প্রেক্ষিতে ইউটিউব ছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অশ্লীলতা প্রদর্শন এবং ইউটিউব চ্যানেলগুলির মিডিয়া কন্টেন্ট নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। এ দিন সেন্সরশিপের বিরুদ্ধেও কেন্দ্র সরকারকে সতর্ক করেছে দেশের শীর্ষ আদালত। সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটিশ্বর সিং-এর বেঞ্চ বলেছে, ‘বাক্স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারে হস্তক্ষেপ না করে কেন্দ্রের উচিত সকল অংশীদারদের মতামত নেওয়া। আমরা সলিসিটর জেনারেলকে এমন একটি নিয়ন্ত্রক ব্যবস্থা নিয়ে আলোচনার পরামর্শ দিয়েছি। পডকাস্টার রণবীর এলাহাবাদিয়ার একটি আবেদনের শুনানির সময় ডিভিসন বেঞ্চ এমন একটি নিয়ন্ত্রক ব্যবস্থার জন্য অনুরোধ করেছে যা সেন্সরশিপের দিকে পরিচালিত করে না। এ দিন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এখন সবকিছুই উন্মুক্ত এবং ১৮ বছরের বেশি বয়সিদের জন্য উপযুক্ত কোনও জিনিসে কোনও শিশুকে প্রবেশাধিকার দেওয়া নিষিদ্ধ করা যাবে না। কিছু নির্দেশিকা তৈরি করা দরকার, ইত্যাদি, যাতে আমরা বিদেশে অশ্লীলতার সঙ্গে প্রতিযোগিতা করতে না পারি। আমাদের নৈতিকতার ধারণা অন্যান্য দেশের ধারণা থেকে অনেকটাই আলাদা। হাস্যরস থেকে অশ্লীলতাকে আলাদা করার প্রয়োজনীয়তার পক্ষেও কথা বলেন তিনি।
সলিসিটর জেনারেলের বক্তব্যের সঙ্গে একমত হয়ে আদালত বলেন, ‘আমরা নিজেদেরকে বাক্স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা দিয়েছি কিন্তু এই নিশ্চয়তাগুলি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে।’ এ দিন বিচারপতি সূর্য কান্ত একজন সত্তরোর্ধ্ব ইউটিউবারের কথা উল্লেখ করে বলেন, ‘হাস্যরস এমন একটি জিনিস যা পুরো পরিবার উপভোগ করতে পারে। কেউ বিব্রত বোধ করে না। অনুষ্ঠান দাতা বা দর্শক, যে কেউ। প্রতিভা খুবই সম্মানজনক শধ। সমস্ত নোংরা ভাষা ব্যবহার করা প্রতিভা নয়। আমাদের বলিউডে চমৎকার প্রতিভা আছে, লেখকরাও হাস্যরস লেখায় খুব ভালো। তাদের কথা এবং অভিব্যক্তি দেখুন। সৃজনশীলতার উপাদানকে তিনি শিল্প বলেও উল্লেখ করেন। অন্যদিকে, তুষার মেহতা স্ট্যান্ড আপ কমিকসের কথা উল্লেখ করে বলেন, যদিও কেউ কেউ সরকারের সমালোচনা করেছিলেন। কিন্তু তারা শালীনতা, নৈতিকতা এবং অশ্লীলতার সীমা অতিক্রম করেননি। গণতন্ত্রে, আপনি এই ধরনের হাস্যরস দিয়ে সরকারের সমালোচনা করতে পারেন। তাই ভাবুন কী এমন একটি সীমিত নিয়ন্ত্রক ব্যবস্থা হতে পারে যা সেন্সরশিপের দিকে পরিচালিত করবে না বরং নিয়ন্ত্রণের কিছু উপাদানও থাকতে হবে।
উল্লেখ্য, নৈতিকতা এবং শালীনতা বজায় রেখে পডকাস্টার রণবীর এলাহাবাদিয়াকে তাঁর ‘দ্য রণবীর শো’ সম্প্রচারের অনুমতি দিয়েছে দেশের শীর্ষ আদালত। যদিও সেই সম্প্রচার সকল বয়সের জন্য উপযুক্ত হতে হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সুর্য কান্ত এবং এন কোটিশ্বর সিং-এর বেঞ্চ এলাহাবাদিয়ার বক্তব্যের প্রতি নজর দিয়ে বলেছে যে, পডকাস্টই ছিল তাঁর জীবিকার একমাত্র উৎস। তাঁর নিযুক্ত প্রায় ২৮০ জন ওই অনুষ্ঠানের উপর নির্ভরশীল। বেঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এলাহাবাদিয়ার গ্রেফতারি থেকে অন্তর্র্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ বৃদ্ধি করেছে। একইসঙ্গে তাঁকে গুয়াহাটিতে তদন্তে যোগ দিতে বলেছে সুপ্রিম কোর্ট।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা নিয়ন্ত্রণে পদক্ষেপের নির্দেশ শীর্ষ আদালতের

আপডেট : ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার

নয়াদিল্লি: ইউটিউব-সহ অন্যান্য সামাজিক গণমাধ্যমে অশ্লীলতা নিয়ন্ত্রণের জন্য কেন্দ্র সরকারকে পদক্ষেপের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার এক মামলার প্রেক্ষিতে ইউটিউব ছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অশ্লীলতা প্রদর্শন এবং ইউটিউব চ্যানেলগুলির মিডিয়া কন্টেন্ট নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। এ দিন সেন্সরশিপের বিরুদ্ধেও কেন্দ্র সরকারকে সতর্ক করেছে দেশের শীর্ষ আদালত। সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটিশ্বর সিং-এর বেঞ্চ বলেছে, ‘বাক্স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারে হস্তক্ষেপ না করে কেন্দ্রের উচিত সকল অংশীদারদের মতামত নেওয়া। আমরা সলিসিটর জেনারেলকে এমন একটি নিয়ন্ত্রক ব্যবস্থা নিয়ে আলোচনার পরামর্শ দিয়েছি। পডকাস্টার রণবীর এলাহাবাদিয়ার একটি আবেদনের শুনানির সময় ডিভিসন বেঞ্চ এমন একটি নিয়ন্ত্রক ব্যবস্থার জন্য অনুরোধ করেছে যা সেন্সরশিপের দিকে পরিচালিত করে না। এ দিন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এখন সবকিছুই উন্মুক্ত এবং ১৮ বছরের বেশি বয়সিদের জন্য উপযুক্ত কোনও জিনিসে কোনও শিশুকে প্রবেশাধিকার দেওয়া নিষিদ্ধ করা যাবে না। কিছু নির্দেশিকা তৈরি করা দরকার, ইত্যাদি, যাতে আমরা বিদেশে অশ্লীলতার সঙ্গে প্রতিযোগিতা করতে না পারি। আমাদের নৈতিকতার ধারণা অন্যান্য দেশের ধারণা থেকে অনেকটাই আলাদা। হাস্যরস থেকে অশ্লীলতাকে আলাদা করার প্রয়োজনীয়তার পক্ষেও কথা বলেন তিনি।
সলিসিটর জেনারেলের বক্তব্যের সঙ্গে একমত হয়ে আদালত বলেন, ‘আমরা নিজেদেরকে বাক্স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা দিয়েছি কিন্তু এই নিশ্চয়তাগুলি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে।’ এ দিন বিচারপতি সূর্য কান্ত একজন সত্তরোর্ধ্ব ইউটিউবারের কথা উল্লেখ করে বলেন, ‘হাস্যরস এমন একটি জিনিস যা পুরো পরিবার উপভোগ করতে পারে। কেউ বিব্রত বোধ করে না। অনুষ্ঠান দাতা বা দর্শক, যে কেউ। প্রতিভা খুবই সম্মানজনক শধ। সমস্ত নোংরা ভাষা ব্যবহার করা প্রতিভা নয়। আমাদের বলিউডে চমৎকার প্রতিভা আছে, লেখকরাও হাস্যরস লেখায় খুব ভালো। তাদের কথা এবং অভিব্যক্তি দেখুন। সৃজনশীলতার উপাদানকে তিনি শিল্প বলেও উল্লেখ করেন। অন্যদিকে, তুষার মেহতা স্ট্যান্ড আপ কমিকসের কথা উল্লেখ করে বলেন, যদিও কেউ কেউ সরকারের সমালোচনা করেছিলেন। কিন্তু তারা শালীনতা, নৈতিকতা এবং অশ্লীলতার সীমা অতিক্রম করেননি। গণতন্ত্রে, আপনি এই ধরনের হাস্যরস দিয়ে সরকারের সমালোচনা করতে পারেন। তাই ভাবুন কী এমন একটি সীমিত নিয়ন্ত্রক ব্যবস্থা হতে পারে যা সেন্সরশিপের দিকে পরিচালিত করবে না বরং নিয়ন্ত্রণের কিছু উপাদানও থাকতে হবে।
উল্লেখ্য, নৈতিকতা এবং শালীনতা বজায় রেখে পডকাস্টার রণবীর এলাহাবাদিয়াকে তাঁর ‘দ্য রণবীর শো’ সম্প্রচারের অনুমতি দিয়েছে দেশের শীর্ষ আদালত। যদিও সেই সম্প্রচার সকল বয়সের জন্য উপযুক্ত হতে হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সুর্য কান্ত এবং এন কোটিশ্বর সিং-এর বেঞ্চ এলাহাবাদিয়ার বক্তব্যের প্রতি নজর দিয়ে বলেছে যে, পডকাস্টই ছিল তাঁর জীবিকার একমাত্র উৎস। তাঁর নিযুক্ত প্রায় ২৮০ জন ওই অনুষ্ঠানের উপর নির্ভরশীল। বেঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এলাহাবাদিয়ার গ্রেফতারি থেকে অন্তর্র্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ বৃদ্ধি করেছে। একইসঙ্গে তাঁকে গুয়াহাটিতে তদন্তে যোগ দিতে বলেছে সুপ্রিম কোর্ট।