খেলতে নেমেই অসুস্থ Tamim Iqbal, ভর্তি হাসপাতালে

- আপডেট : ২৪ মার্চ ২০২৫, সোমবার
- / 148
পুবের কলম ওয়েব ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে নেমে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করানো হল বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে (Tamim Iqbal)। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে তামিমের দল মহামেডান স্পোর্টিং – এর ম্যাচ ছিল শাহিনপুকুরের বিরূদ্ধে। সেখানে টস করার পরেই বুকে ব্যথা অনুভব করেন তামিম। সাময়িক শুশ্রুষা করার পরে তাঁর অবস্থার কোনও উন্নতি না হওয়ায়, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, তামিম (Tamim Iqbal) হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: Ramanavami: নাইটদের ম্যাচ গুয়াহাটিতে
বাংলাদেশের সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, তামিমের (Tamim Iqbal) হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছে। কিন্তু এখনো জ্ঞান ফেরেনি তামিমের। তাঁর জ্ঞান ফিরলে চিকিৎসা পদ্ধতি ঠিক করা হবে। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সভা ছিল। তামিমের অসুস্থতার জন্য সেই সভা বাতিল করা হয়েছে।তামিম ঢাকা প্রিমিয়ার লিগে যে দলের হয়ে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সেই মহমেডান স্পোর্টিংয়ের ম্যানেজার সাজ্জাদ আহমেদ জানিয়েছেন, তামিমের হৃদ্যন্ত্রে স্টেন্ট বসানো হয়েছে। কিন্তু এখনও জ্ঞান ফেরেনি তাঁর। জ্ঞান ফেরার অপেক্ষায় রয়েছেন চিকিৎসকেরা। তামিমের জ্ঞান ফিরলে পরবর্তী চিকিৎসাপদ্ধতি ঠিক করা হবে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তামিমের (Tamim Iqbal) অ্যাঞ্জিয়োগ্রাম করানো হয়। তাঁর হৃদ্যন্ত্রে ব্লক পাওয়া গিয়েছে। সেই কারণেই স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।