২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সাইবার সচেতনতায় কলকাতার রাস্তায় নামছে ‘টেক স্যাভি’ বাস

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ জানুয়ারী ২০২৪, বুধবার
  • / 1

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদক:  মোবাইল থেকে টাকা হাতিয়ে নেওয়া, এটিএম স্ক্যাম, কিউআর কোড স্ক্যাম, সেক্সটরশন, এসব তো ছিলই। বর্তমানে আবার ডিপফেকের দৌরাত্ম্য বেড়েছে গোটা দেশেই। সামনে আসছে নিত্যনতুন সব প্রতারণার ছক। এরই মধ্যে সাইবার সচেতনতার কথা মাথায় রেখে বড় উদ্যোগ কলকাতা পুলিশের।

কলকাতা তরফে একটি বাস ঘুরবে শহরের বিভিন্ন জায়গায়। থাকছে ৫টি মনিটর, সঙ্গে ১৫টি হেডফোন। প্রতিটি মনিটারের জন্য তিনটি করে হেডফোন। সাইবার হানার হাত থেকে বাঁচতে মূলত কি করা উচিত বা অনুচিত তা শোনা যাবে। পুলিশ কর্মীদের যাতায়াতের বাসকে নতুন মোড়কে তৈরি করে এই নতুন রূপ দেওয়া হয়েছে বলে খবর।

অন্যদিকে বাসে ৪টি ট্যাবও থাকছে বলে জানা যাচ্ছে। মূলত সেখানে সাইবার সংক্রান্ত প্রশ্ন করা হবে। যে কোনও বিষয়ে ধোঁয়াশা থাকলে সে বিষয়ে সহজেই জেনে নেওয়া যাবে উত্তর। সিসি ক্যামেরায় মোড়া এই বাস ঘুরবে শহরের অলিতেগলিতে।

ইতিমধ্যেই সামনে এসেছে সেই বাসের ছবি। ঝাঁ চকচকে বাসের ভিতর ঢুকলে প্রথমে অবাক হতে পারেন আপনি। আদপে একটি টেক নির্ভর ঘরের আদলে করা হয়েছে বাসের ভিতরের ডিজাইনিং। দেওয়ালে লাগানো বড় বড় মনিটর। সেখানেই দেখানো হচ্ছে কোন ধরনের সাইবার অপরাধ হচ্ছে দেশে, কীভাবেই বা সেগুলির হাত থেকে নিস্তার পাওয়া যায়।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাইবার সচেতনতায় কলকাতার রাস্তায় নামছে ‘টেক স্যাভি’ বাস

আপডেট : ৩ জানুয়ারী ২০২৪, বুধবার

পুবের কলম প্রতিবেদক:  মোবাইল থেকে টাকা হাতিয়ে নেওয়া, এটিএম স্ক্যাম, কিউআর কোড স্ক্যাম, সেক্সটরশন, এসব তো ছিলই। বর্তমানে আবার ডিপফেকের দৌরাত্ম্য বেড়েছে গোটা দেশেই। সামনে আসছে নিত্যনতুন সব প্রতারণার ছক। এরই মধ্যে সাইবার সচেতনতার কথা মাথায় রেখে বড় উদ্যোগ কলকাতা পুলিশের।

কলকাতা তরফে একটি বাস ঘুরবে শহরের বিভিন্ন জায়গায়। থাকছে ৫টি মনিটর, সঙ্গে ১৫টি হেডফোন। প্রতিটি মনিটারের জন্য তিনটি করে হেডফোন। সাইবার হানার হাত থেকে বাঁচতে মূলত কি করা উচিত বা অনুচিত তা শোনা যাবে। পুলিশ কর্মীদের যাতায়াতের বাসকে নতুন মোড়কে তৈরি করে এই নতুন রূপ দেওয়া হয়েছে বলে খবর।

অন্যদিকে বাসে ৪টি ট্যাবও থাকছে বলে জানা যাচ্ছে। মূলত সেখানে সাইবার সংক্রান্ত প্রশ্ন করা হবে। যে কোনও বিষয়ে ধোঁয়াশা থাকলে সে বিষয়ে সহজেই জেনে নেওয়া যাবে উত্তর। সিসি ক্যামেরায় মোড়া এই বাস ঘুরবে শহরের অলিতেগলিতে।

ইতিমধ্যেই সামনে এসেছে সেই বাসের ছবি। ঝাঁ চকচকে বাসের ভিতর ঢুকলে প্রথমে অবাক হতে পারেন আপনি। আদপে একটি টেক নির্ভর ঘরের আদলে করা হয়েছে বাসের ভিতরের ডিজাইনিং। দেওয়ালে লাগানো বড় বড় মনিটর। সেখানেই দেখানো হচ্ছে কোন ধরনের সাইবার অপরাধ হচ্ছে দেশে, কীভাবেই বা সেগুলির হাত থেকে নিস্তার পাওয়া যায়।