রমযানে দুবাইয়ের এই মন্দিরের এত প্রশংসা হচ্ছে কেন

- আপডেট : ৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
- / 18

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122
দুবাই: ভারতের বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে রমযানে আযানে লাউড স্পিকার ব্যবহার করার জন্য ইমামের বিরুদ্ধে মামলা করা হয়েছে, বহু মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হয়েছে এমনকী মসজিদ ভাঙা হচ্ছে বেআইনি নির্মাণ অভিযোগ দিয়ে। আর দুবাইয়ের এই মন্দির কর্তৃপক্ষ রমযানের সময় এক সাইন বোর্ড লাগিয়ে প্রশংসিত হচ্ছে নেট দুনিয়াজুড়ে। মন্দিরের দেওয়ালে আলোকোজ্জ্বল এই সাইন বোর্ডে লেখা রয়েছে ‘রমযান কারীম, পবিত্র রমযানের শুভেচ্ছা। রমযানের চাঁদ শান্তি ও আনন্দের পথ আরও সুগম আলোকোজ্জ্বল করে তুলুক। দিনের বেলায় এই মন্দিরের আশপাশে পানাহার থেকে অনুগ্রহ করে বিরত থাকুন। প্রসাদ মন্দিরের ভিতরে গিয়ে ভক্ষণ করুন।’ এই মন্দিরটি দুবাইয়ের জেবেল আলি এলাকার বিখ্যাত মন্দির। সম্প্রীতি ও সৌহার্দ্যরে বার্তা দেওয়া হয়েছে মন্দিরের পক্ষ থেকে। এই সাইনবোর্ডটি একজন ভারতীয় সজিনাথ হরিকুমার প্রথমে ছবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। অনলাইন প্ল্যাটফর্মে ভেসে আসছে নেটিজেনদের নানা ধরনের মন্তব্য। দুবাইয়ের এই মন্দির প্রকৃত সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাবাহক। অন্য ধর্মের অনুশীলনের প্রতি তারা সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছে। আরব আমিরাত পারবে নেতৃত্ব দিতে, এমনও মন্তব্য করা হয়েছে। হরিকুমার নিজে লিখেছে দুবাই সম্প্রীতির কেন্দ্রস্থল। এখানে মন্দিরের পাশে রয়েছে গির্জা, গুরুদোয়ার ও মসজিদ। উল্লেখ্য, আরব আমিরাত সাতটি ছোট দেশ নিয়ে গঠিত, এখানকার রাষ্ট্র ধর্ম ইসলাম। এখানকার হিন্দু জনসংখ্যা ১২ শতাংশ, খ্রিস্টানদের পরই হিন্দু ধর্ম এখানে বিকশিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদি গতবছরে আবু ধাবিতে একটি বিশাল মন্দির উদ্বোধন করে এসেছেন সেই মন্দিরের জন্য জমি দিয়েছেন এখানকার শাসকরা, আর ভারতে মসজিদ কেড়ে নেওয়ার প্রতিযোগিতা চলছে এখন।