এবার আমরেকিায় নষিদ্ধি হচ্ছে জনপ্রয়ি অ্যাপ টিকটক।

- আপডেট : ১৯ জানুয়ারী ২০২৫, রবিবার
- / 108
ওয়াশিংটন: এবার আমরেকিায় নষিদ্ধি হচ্ছে জনপ্রয়ি অ্যাপ টিকটক। দশেটরি আইনপ্রণতোরা এদনি অ্যাপটি নষিদ্ধি ঘোষণা করনে। যদিও নিষেধাজ্ঞার রায়ের পক্ষে সুপ্রমি র্কোটের দ্বারস্থ হয়েছিল অ্যাপটির পরিচালনাকারীরা। তবে আদালত র্সবসম্মতক্রিমে নিষিদ্ধের পক্ষেই রায় দিয়েছে। আদালত তার রায়ে জানিয়েছে, ২০২৫ সালরে ১৯ জানুয়ারি থেকে নিষিদ্ধি হবে অ্যাপটি। তবে যদি তারা প্যারন্টে কোম্পানরি সঙ্গে সর্ম্পক ছিন্ন করে তাহলে আমেরিকায় র্কাযক্রম চালানোর সুযোগ পাবে। যেহেতু টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তাই এটি নিষিদ্ধি করায় বাকস্বাধীনতা ক্ষুণ্ণ হবে না। এদিকে হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, বিদায়ী বাইডনে প্রশাসন টিকটককে রক্ষায় ব্যবস্থা নেবে না।
উল্লেখ্য, গত বছর চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক দেশটিতে পুরোপুরি নিষিদ্ধি করার জন্য আইন পাশ করেছে আমেরিকা। তার আগে ২০২২ সালের ডিসেম্বরে সরকারি র্কমচারীদের চিনা অ্যাপ টিকটক ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করেছিল আমেরিকার সেনেট। টিকটক বাতিল করার আইন পাশ করে জানানো হয়েছিল জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই ওই পদক্ষেপ। তার পরেই দেশটির সুপ্রিম র্কোটের দ্বারস্থ হয় সংস্থাটি।