অসমের ২০টি ব্লকে সভাপতির নাম ঘোষণা তৃণমূলের

- আপডেট : ৭ মার্চ ২০২৫, শুক্রবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্ক: লক্ষ্য অসমের বিধানসভা নির্বাচন। উত্তর-পূর্বে ঘাসফুলের সংগঠন আরও শক্তপোক্ত করতে চাইছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এই কথা মাথায় রেখে ঘোষণা করা হল অসমে ব্লক সভাপতিদের নাম। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে এই নামের তালিকা ঘোষণা করা হয়েছে। বাংলার প্রতিবেশী রাজ্য অসমে তৃণমূলের সংগঠন নতুন নয়। বেশ কয়েক বছর আগেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়ে উঠেছিল অসমে দলের সংগঠন। দলনেত্রী নিজে এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার অসমে গেছেন। দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেছেন।
লোকসভা ভোটে অসমে চারটি আসনে প্রতিদ্বন্দ্বীতাও করে তৃণমূল। পরবর্তীতে অসমে ইনচার্জের দায়িত্ব দেওয়া হয় বাংলার শ্রমমন্ত্রী মলয় ঘটককে। তখনই তিনি অসমে সংগঠন বাড়ানোর কাজে নেমে পড়েন। সামনের বছর অসমে বিধানসভা নির্বাচন। সেই ভোটকে পাখির চোখ করে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছতে এবার সে রাজ্যের ২০টি ব্লকের সভাপতিদের নাম ঘোষণা করা হলো। এবার তাদের নেতৃত্বেই গঠিত হবে ব্লক কমিটি।