০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সিবিএসসি পরীক্ষায় শীর্ষস্থান, ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পেল সানা শেখ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ মে ২০২৪, মঙ্গলবার
  • / 35

পুবের কলম, ওয়েবডেস্ক: সিবিএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৯ শতাংশের বেশি নাম্বার পেয়ে শীর্ষস্থানে, ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেল গুরুগাঁওয়ের সানা শেখ। সানার স্বপ্ন মানসিক স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে মনোবিজ্ঞানী হওয়া। ২০২৪ সিবিএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সানার প্রাপ্ত নাম্বার ৯৯.৪ শতাংশ।

মূলত মুম্বাইয়ের বাসিন্দা সানা দশম শ্রেণিতে ইউনিভার্সাল হাই স্কুলে পড়ার সময় বাণিজ্য এবং অর্থনীতিতে নিয়ে ভর্তি হওয়া সত্ত্বেও তার পড়ার ঝোঁক ছিল মানসিক স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে। পরে সানা গুরগাঁওয়ের ডিপিএস স্কুল থেকে দ্বাদশ শ্রেণির পড়াশোনা সম্পূর্ণ করে। বরাবরই মেধাবী ছাত্রী সানা শেখ। তাঁর লেখালেখির প্রতি আগ্রহ এবং মনোবিজ্ঞানের প্রতি পড়াশোনার ইচ্ছেকে আরও বাড়িয়ে তুলেছে। সানার বাবা-মা দুজনেই বাজাজ আলিয়াঞ্জে কর্মরত। মেয়ের সাফল্যে খুশি তাঁরা। সানা জানিয়েছে, বাবা-মা সব সময় তাঁকে পড়াশোনার ক্ষেত্রে আরও উৎসাহ জুগিয়েছে। বাবা-মায়ের অনুপ্রেরণাই তাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে।

সানা এক সাক্ষাৎকারে জানিয়েছে, আমি পাঠ্যপুস্তককে বাইবেলের মতো পড়েছি। আমি নিজের মতো নোট তৈরি করে পড়েছি, সারা বছর নোট তৈরি করতাম। যেটা আমি পড়তাম সেটা লেখার প্রতি আমি বেশি জোর দিতাম। লেখার অভ্যাস আমাকে পড়া মনে রাখা ও বুঝতে সাহায্য করত। আমি একটি নির্দিষ্ট রুটিন মেনে পড়াশোনা করে গেছি। সানা জানায়, ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে আমি বৃত্তি অফার পেয়েছি তার জন্য আমি খুব খুশি। সানার উদ্দেশ্য গবেষণার মাধ্যমে মানসিক স্বাস্থ্যের কারণগুলি সম্পর্কে আরও অনেক কিছু জানা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিবিএসসি পরীক্ষায় শীর্ষস্থান, ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পেল সানা শেখ

আপডেট : ২১ মে ২০২৪, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সিবিএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৯ শতাংশের বেশি নাম্বার পেয়ে শীর্ষস্থানে, ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেল গুরুগাঁওয়ের সানা শেখ। সানার স্বপ্ন মানসিক স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে মনোবিজ্ঞানী হওয়া। ২০২৪ সিবিএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সানার প্রাপ্ত নাম্বার ৯৯.৪ শতাংশ।

মূলত মুম্বাইয়ের বাসিন্দা সানা দশম শ্রেণিতে ইউনিভার্সাল হাই স্কুলে পড়ার সময় বাণিজ্য এবং অর্থনীতিতে নিয়ে ভর্তি হওয়া সত্ত্বেও তার পড়ার ঝোঁক ছিল মানসিক স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে। পরে সানা গুরগাঁওয়ের ডিপিএস স্কুল থেকে দ্বাদশ শ্রেণির পড়াশোনা সম্পূর্ণ করে। বরাবরই মেধাবী ছাত্রী সানা শেখ। তাঁর লেখালেখির প্রতি আগ্রহ এবং মনোবিজ্ঞানের প্রতি পড়াশোনার ইচ্ছেকে আরও বাড়িয়ে তুলেছে। সানার বাবা-মা দুজনেই বাজাজ আলিয়াঞ্জে কর্মরত। মেয়ের সাফল্যে খুশি তাঁরা। সানা জানিয়েছে, বাবা-মা সব সময় তাঁকে পড়াশোনার ক্ষেত্রে আরও উৎসাহ জুগিয়েছে। বাবা-মায়ের অনুপ্রেরণাই তাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে।

সানা এক সাক্ষাৎকারে জানিয়েছে, আমি পাঠ্যপুস্তককে বাইবেলের মতো পড়েছি। আমি নিজের মতো নোট তৈরি করে পড়েছি, সারা বছর নোট তৈরি করতাম। যেটা আমি পড়তাম সেটা লেখার প্রতি আমি বেশি জোর দিতাম। লেখার অভ্যাস আমাকে পড়া মনে রাখা ও বুঝতে সাহায্য করত। আমি একটি নির্দিষ্ট রুটিন মেনে পড়াশোনা করে গেছি। সানা জানায়, ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে আমি বৃত্তি অফার পেয়েছি তার জন্য আমি খুব খুশি। সানার উদ্দেশ্য গবেষণার মাধ্যমে মানসিক স্বাস্থ্যের কারণগুলি সম্পর্কে আরও অনেক কিছু জানা।