ট্রেনে আগুন আতঙ্ক, মহারাষ্ট্রে মৃত ১১

- আপডেট : ২২ জানুয়ারী ২০২৫, বুধবার
- / 18
মুম্বাই, ২২ জানুয়ারি: ট্রেনে আগুন আতঙ্ক। ভয়ে প্রাণে বাঁচতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় ১১ যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁওয়ে। সূত্রের খবর, ট্রেনে আগুন লেগেছে বলে আতঙ্ক ছড়ায়। ভয়ে ট্রেন থেকে লাইনে নেমে পড়েন বেশ কয়েকজন যাত্রী। তখন অপর দিক থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ১১ যাত্রীর। পুলিশ জানিয়েছে, আগুন আতঙ্ক থেকে বাঁচতে রেললাইনে লাফ দিয়ে নেমেছিলেন পুষ্পক এক্সপ্রেসের কয়েকজন যাত্রী। কিন্তু ঠিক সেই সময়েই দ্রুত গতিতে ছুটে আসা কর্নাটক এক্সপ্রেস পিষে দেয় ওই যাত্রীদের। অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা। ইতিমধ্যে মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।