২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সমবায় নির্বাচনে একক জয় তৃণমূলের

সুস্মিতা
  • আপডেট : ১০ মার্চ ২০২৫, সোমবার
  • / 9

৪০ বছর পর বহড়ুতে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: বিধানসভা নির্বাচনের আগে আরও একবার শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) তাদের শক্তি প্রমাণ করল। বহড়ু সমবায় সমিতির নির্বাচনে বিরোধী জোটকে পরাজিত করে প্রথমবারের মতো এককভাবে ক্ষমতায় এল তৃণমূল। রবিবার বহড়ু গার্লস হাইস্কুলে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ৪৯টি আসনের জন্য ভোট অনুষ্ঠিত হয়, যেখানে বিরোধীরা ১৯টি আসনে প্রার্থী দিলেও একটিতেও জয় লাভ করতে পারেনি। তৃণমূলের (Trinamool Congress) এই ঐতিহাসিক জয়ের পর জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস, জয়হিন্দ বাহিনীর জেলা সহ-সভাপতি রাজু লস্করসহ দলের অন্যান্য নেতারা বিজয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করেন।

আরও পড়ুন: Mangrove forest কাটার অভিযোগ, তদন্তের নির্দেশ প্রশাসনের

বিজয়ীদের সঙ্গে নিয়ে বিধায়ক বিশ্বনাথ দাস বহড়ু সমবায় কার্যালয়ে গিয়ে বিজয়ী প্রার্থীদের সার্টিফিকেট গ্রহণ করেন। তিনি বলেন, এই জয় মা-মাটি-মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। দীর্ঘ ৪০ বছর পর বহড়ুতে তৃণমূল (Trinamool Congress) এককভাবে ক্ষমতায় এল। এলাকার মানুষ সিপিএম ও এসইউসির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তৃণমূলের হাতে তুলে দিয়েছে। আমরা সমবায়ের মাধ্যমে মানুষের উন্নয়নের জন্য কাজ করব।
জয়নগর-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সভাপতি তুহিন বিশ্বাস বলেন, এই বিপুল জয় আমাদের আগামী বিধানসভা নির্বাচনের আগে বড় প্রেরণা জোগাবে। প্রসঙ্গত, দীর্ঘ এক দশক পর বহড়ুতে সমবায় নির্বাচন অনুষ্ঠিত হল। নির্বাচিত ৪৯ জনের মধ্যে থেকে আগামী দিনে ১২ জন ডিরেক্টর মনোনীত হবেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সমবায় নির্বাচনে একক জয় তৃণমূলের

আপডেট : ১০ মার্চ ২০২৫, সোমবার

৪০ বছর পর বহড়ুতে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: বিধানসভা নির্বাচনের আগে আরও একবার শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) তাদের শক্তি প্রমাণ করল। বহড়ু সমবায় সমিতির নির্বাচনে বিরোধী জোটকে পরাজিত করে প্রথমবারের মতো এককভাবে ক্ষমতায় এল তৃণমূল। রবিবার বহড়ু গার্লস হাইস্কুলে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ৪৯টি আসনের জন্য ভোট অনুষ্ঠিত হয়, যেখানে বিরোধীরা ১৯টি আসনে প্রার্থী দিলেও একটিতেও জয় লাভ করতে পারেনি। তৃণমূলের (Trinamool Congress) এই ঐতিহাসিক জয়ের পর জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস, জয়হিন্দ বাহিনীর জেলা সহ-সভাপতি রাজু লস্করসহ দলের অন্যান্য নেতারা বিজয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করেন।

আরও পড়ুন: Mangrove forest কাটার অভিযোগ, তদন্তের নির্দেশ প্রশাসনের

বিজয়ীদের সঙ্গে নিয়ে বিধায়ক বিশ্বনাথ দাস বহড়ু সমবায় কার্যালয়ে গিয়ে বিজয়ী প্রার্থীদের সার্টিফিকেট গ্রহণ করেন। তিনি বলেন, এই জয় মা-মাটি-মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। দীর্ঘ ৪০ বছর পর বহড়ুতে তৃণমূল (Trinamool Congress) এককভাবে ক্ষমতায় এল। এলাকার মানুষ সিপিএম ও এসইউসির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তৃণমূলের হাতে তুলে দিয়েছে। আমরা সমবায়ের মাধ্যমে মানুষের উন্নয়নের জন্য কাজ করব।
জয়নগর-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সভাপতি তুহিন বিশ্বাস বলেন, এই বিপুল জয় আমাদের আগামী বিধানসভা নির্বাচনের আগে বড় প্রেরণা জোগাবে। প্রসঙ্গত, দীর্ঘ এক দশক পর বহড়ুতে সমবায় নির্বাচন অনুষ্ঠিত হল। নির্বাচিত ৪৯ জনের মধ্যে থেকে আগামী দিনে ১২ জন ডিরেক্টর মনোনীত হবেন।