২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে ফের ‘নবজোয়ার’ কর্মসূচীর ভাবনা তৃণমূলের

ইমামা খাতুন
  • আপডেট : ৩ নভেম্বর ২০২৪, রবিবার
  • / 2

আবদুল ওদুদ:   ফের ‘নবজোয়ার’ কর্মসূচী ঘোষণা হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। গত পঞ্চায়েত ভোটের আগে এই ‘নবজোয়ার’ কর্মসূচীর আয়োজন করে রাজ্য তথা দেশজুড়ে সাড়া ফেলেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলেই আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে ‘নবজোয়ার’ কর্মসূচীতে নাববেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

তাঁর এই ‘নবজোয়ার’ যাত্রা দ্বিতীয় পর্যায়ে পড়বে। তারই প্রস্তুতি শুরু করতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রথমবারে টানা কয়েক মাস ঘরবাড়ি ছেলে রাজ্যের বিভিন্ন জেলা সফর করে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলা, মহকুমা এমনকি ব্লকস্তরেও তাঁবুতে রাত  কাটিয়ে ছিলেন। এবারও সেই কর্মসূচীর প্রস্তুতি শুরু হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। জানা যাচ্ছে এবারও উত্তরবঙ্গ থেকে তাঁর ‘নবজোয়ার’ কর্মসূচীর যাত্রা শুরু হবে। তবে এবছর রুটের কিছু পরিবর্তনের ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয় পর্যায়ের ‘নবজোয়ার’ কর্মসূচীতে বহু জেলায় সাংগঠনিক ডেমেজ কন্ট্রোলের দিকে বিশেষ নজর রাখবেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।

পাশাপাশি উন্নয়ণের কর্মসূচী, কেন্দ্রীয় সরকারের বৈষম্য। এ রাজ্যের বিরোধীদের চক্রান্ত মূলক কুৎসা। এই তিনটি বিষয়কে সামনে রেখেই অভিষেকের পরবর্তী অভিযান হতে চলেছে। দলীয় সূত্রে খবর চলতি মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত দলের সাংগঠনিক রদবদলের সম্ভবনা চূড়ান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংগঠনিক পরিবর্তন আনতে পারেন।

 

এ বিষয়ে দলের কাজ-কর্মনিয়ে শীর্ষনেতৃত্বের মতামতও জরুরী। এই তিন মাসে বেশ কিছু রিপোর্ট ক্ষতিয়ে দেখবেন দলনেত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ছাত্র-যুব-সহ কয়েকটি শাখা সংগঠনের কাজের মুল্যায়ণ শুরু হয়েছে। কিছু ঢেলে সাজানোর ভাবনা রয়েছে তৃণমূলের হাইকমান্ডের। নভেম্বর থেকে জানুয়ারি এই তিন মাস সাংগঠনিক রদবদলের পরেই ফেব্রুয়ারিতে ‘নবজোয়ার’ কর্মসূচী শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফেব্রুয়ারিতে ফের ‘নবজোয়ার’ কর্মসূচীর ভাবনা তৃণমূলের

আপডেট : ৩ নভেম্বর ২০২৪, রবিবার

আবদুল ওদুদ:   ফের ‘নবজোয়ার’ কর্মসূচী ঘোষণা হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। গত পঞ্চায়েত ভোটের আগে এই ‘নবজোয়ার’ কর্মসূচীর আয়োজন করে রাজ্য তথা দেশজুড়ে সাড়া ফেলেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলেই আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে ‘নবজোয়ার’ কর্মসূচীতে নাববেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

তাঁর এই ‘নবজোয়ার’ যাত্রা দ্বিতীয় পর্যায়ে পড়বে। তারই প্রস্তুতি শুরু করতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রথমবারে টানা কয়েক মাস ঘরবাড়ি ছেলে রাজ্যের বিভিন্ন জেলা সফর করে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলা, মহকুমা এমনকি ব্লকস্তরেও তাঁবুতে রাত  কাটিয়ে ছিলেন। এবারও সেই কর্মসূচীর প্রস্তুতি শুরু হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। জানা যাচ্ছে এবারও উত্তরবঙ্গ থেকে তাঁর ‘নবজোয়ার’ কর্মসূচীর যাত্রা শুরু হবে। তবে এবছর রুটের কিছু পরিবর্তনের ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয় পর্যায়ের ‘নবজোয়ার’ কর্মসূচীতে বহু জেলায় সাংগঠনিক ডেমেজ কন্ট্রোলের দিকে বিশেষ নজর রাখবেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।

পাশাপাশি উন্নয়ণের কর্মসূচী, কেন্দ্রীয় সরকারের বৈষম্য। এ রাজ্যের বিরোধীদের চক্রান্ত মূলক কুৎসা। এই তিনটি বিষয়কে সামনে রেখেই অভিষেকের পরবর্তী অভিযান হতে চলেছে। দলীয় সূত্রে খবর চলতি মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত দলের সাংগঠনিক রদবদলের সম্ভবনা চূড়ান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংগঠনিক পরিবর্তন আনতে পারেন।

 

এ বিষয়ে দলের কাজ-কর্মনিয়ে শীর্ষনেতৃত্বের মতামতও জরুরী। এই তিন মাসে বেশ কিছু রিপোর্ট ক্ষতিয়ে দেখবেন দলনেত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ছাত্র-যুব-সহ কয়েকটি শাখা সংগঠনের কাজের মুল্যায়ণ শুরু হয়েছে। কিছু ঢেলে সাজানোর ভাবনা রয়েছে তৃণমূলের হাইকমান্ডের। নভেম্বর থেকে জানুয়ারি এই তিন মাস সাংগঠনিক রদবদলের পরেই ফেব্রুয়ারিতে ‘নবজোয়ার’ কর্মসূচী শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।