সমবায় ভোটে তৃণমূলের বিপুল জয় কাঁথিতে

- আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার
- / 61
পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপির সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে কাঁথিতে সমবায় ব্যাঙ্কের ভোটে বড় জয় পেল তৃণমূল। শাসকদলের দাবি, ‘ভোটারদের ভয় দেখিয়েও লাভ হয়নি, বরং এই ফলাফলে প্রমাণিত হল যে, কাঁথির মানুষ তৃণমূলের সঙ্গেই রয়েছেন।’ ২৩ বছর ধরে শুভেন্দু অধিকারীর প্রভাব থাকা এই ব্যাঙ্কে এবার নতুন নেতৃত্ব এল বলে মত রাজনৈতিক মহলের।
আরও পড়ুন:
গত শনিবার কাঁথি কৃষি ও গ্রামোন্নয়ন সমবায় ব্যাঙ্কের ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। ৭৮টি আসনের মধ্যে ১৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল তৃণমূল। বাকি ৬০টি আসনে ভোট হয়, যেখানে বিজেপি কার্যত খাতা খুলতে পারেনি। ভোটের দিন বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়ায়। রামনগর কলেজ চত্বরে আক্রান্ত হন তৃণমূল বিধায়ক অখিল গিরি। তাঁর অভিযোগ, পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোটারদের ঢুকতে বাধা দেয় পুলিশ। প্রতিবাদ করতেই তিনি আক্রান্ত হন। অখিল গিরির বক্তব্য, পুলিশের লোকটাই আমার গায়ে হাত তুলেছে, ভোটারদের বার বার হেনস্থা করা হয়েছে।
তবে বিজেপির পালটা অভিযোগ, তৃণমূল তাদের সমর্থকদের ভোট দিতে দেয়নি। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন, মানুষ নেই, জনবল নেই, তাই মিথ্যে অভিযোগ করছে বিজেপি। কাঁথিতে অধিকারী রাজত্বের পতন হয়েছে। কাঁথি তৃণমূলের সভাপতি পীযূষকান্তি পণ্ডা বলেন, এই জয় প্রমাণ করল, অধিকারী পরিবারকে মানুষ আর চায় না। সমবায়ের দায়িত্বপ্রাপ্ত নেতা আশিস চক্রবর্তী বলেন, পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর একাধিপত্য শেষ। গণতান্ত্রিক উপায়ে মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি সোমনাথ রায়ের অভিযোগ, ভোটের নামে নাটক হয়েছে, তৃণমূল ভোটারদের ভয় দেখিয়েছে। মানুষ এর উত্তর দেবেন।