১৯ মার্চ ২০২৫, বুধবার, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
BRAKING :
আম্বেদকরের হোর্ডিং-এ জুতোর মালা পরানোর জের, গ্রেফতার ২

ইমামা খাতুন
- আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার
- / 1
পুবের কলম, ওয়েবডেস্ক: আম্বেদকরের হোর্ডিং-এ জুতোর মালা পরানোর জের। বিদারে গ্রেফতার ২ ব্যক্তি। অভিযুক্ত অবিনাশ উপার এবং দিগম্বর পাতিল বিলাসপুর গ্রামের বাসিন্দা। ভারতের সংবিধান প্রণেতাকে অবমাননার জেরে অভিযুক্তদের গ্রেফতার করেছে জনওয়াদা গ্রামের পুলিশ। ঘটনাটি ১২ ডিসেম্বর ঘটলেও সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে। বিলাসপুরের বাসিন্দা কবিরদাস মেত্রের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার সকালে নওবাদ বাসভেশ্বর সার্কেলের কাছে অভিযুক্তদের গ্রেফতার করে। বলা বাহুল্য, সাব-ইন্সপেক্টর হুলেপ্পা গৌদাগন্ড, সহকারী সাব-ইন্সপেক্টর বিজয় কুমার এবং জনওয়াদা থানার কনস্টেবল শিবশঙ্কর একটি দল গঠন করে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করে।
Tag :