গরু পাচার সন্দেহে দুই মুসলিম চালককে মারধর, কাঠগড়ায় বজরং দল

- আপডেট : ২৬ মার্চ ২০২৫, বুধবার
- / 141
পুবের কলম, ওয়েবডেস্ক: যোগী রাজ্যে ফের সংখ্যালঘুদের ওপর নির্যাতন। অযোধ্যায় দুই গাড়ি চালকের ওপর মারধরের অভিযোগ। বজরং দল এবং গোরক্ষক সদস্যরা গরু পাচারের সন্দেহে দুই মুসলিম গাড়ি চালককে মারধর করে বলে সূত্রের খবর। একটি ভিডিও ভাইরাল হয়েছে। তার সত্যতা পুবের কলম যাচাই করেনি। ভিডিওতে দেখা যাচ্ছে মুখ ঢাকা এক ব্যক্তি ওই দুই মুসলিম ব্যক্তিকে মারধর করছে। সেই সঙ্গে “গো আমাদের মা এবং গো-রক্ষকরা আমাদের পিতা” স্লোগান দিতে বাধ্য করা হয়েছে।
আরও পড়ুন: মুসলিমরা খারাপ, ওদের মধ্যে হিন্দুরা নিরাপদ নয়, বিতর্কে যোগী আদিত্যনাথ
গত এক দশক ধরে ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে গো রক্ষকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মুসলিমদের ওপর নির্যাতনের পরিমাণও বেড়েছে বলে অনেকে মনে করছেন। এই বছরেরর ফেব্রুয়ারিতেও হরিয়ানার পালওয়াল জেলায় দুই ব্যক্তিকে মারধর করা হয়। যার ফলে তাঁদের মৃত্যু হয়। ফ্রিজে গরুর মাংস রাখার সন্দেহে ২০১৬ সালে লখনউতে আখলাখ নামে এক ব্যক্তিকেও মেরে ফেলা হয়েছিল।
এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলিমরা অন্যান্য রাজ্যের তুলনায় নিরাপদ। হিন্দুদের মধ্যে মুসলিমরা সুরক্ষিত থাকে বলেও তিনি দাবি করেন। যদিও জাতীয় ও আন্তর্জাতিক রিপো্র্ট অনুযায়ী, গত এক দশকে উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। এই ঘটনা সেই রিপোর্টকেই আরও একবার চোখে আঙুল তুলে দেখালো বলে মনে করছে ওয়াকিবহাল মহল।